তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন চ্যানেলগুলিকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় অব্যাহত উদ্ধার অভিযান নিয়ে উত্তেজনাপূর্ণ প্রচার না করতে পরামর্শ দিল
प्रविष्टि तिथि:
21 NOV 2023 2:12PM by PIB Agartala
নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২৩।। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন চ্যানেলগুলিকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় চলমান উদ্ধার অভিযানকে উত্তেজনাপূর্ণ প্রচার না করতে পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, সিল্কিয়ারার একটি টানেলের ভেতরে মোট ৪১ জন শ্রমিক আটকা পড়েছেন। মঙ্গলবার মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে টানেলের কাছাকাছি এলাকায় যেখানে উদ্ধারকার্য চলছে, সেখান থেকে কোনও লাইভ পোস্ট বা ভিডিও না করার পরামর্শ দিয়েছে। এই বিষয়ে প্রতিবেদন বা সংবাদ করার এবং ছবি ও ভিডিও প্রকাশের সময় সতর্ক ও সংবেদনশীল হওয়ার জন্যও বলা হয়েছে।
মন্ত্রক জানিয়েছে, সব শ্রমিকের মূল্যবান জীবন বাঁচাতে সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বেশ কিছু সরকারি সংস্থা অক্লান্ত পরিশ্রম করছে।
https://new.broadcastseva.gov.in/digigov-portal-web-app/Upload?flag=iframeAttachView&attachId=140715089&whatsnew=true
SKC
(रिलीज़ आईडी: 1978891)
आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English