তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকাশের প্রকাশ : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বাক্সা জেলায় খাড়ুয়াযান বারিমাখায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নিলেন

Posted On: 19 NOV 2023 5:04PM by PIB Kolkata

গুয়াহাটি,  ১৯ নভেম্বর, ২০২৩

 

দরবার হলের কাছে বারিমাখা মাঠে আজ এক বর্ণময় সমারোহে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল বিকশিত ভারত সংকল্প যাত্রায় সামিল হন। সেখানে ছিলেন বোরোল্যান্ড আঞ্চলিক প্রশাসনের এমসিএলএ শ্রী কাটি রাম রাও এবং বাক্সা-র জেলা কমিশনার শ্রীমতী মাসান্দা মাগাদালিন পেরতিন। সেখানে একটি আইইসি যানের যাত্রার সূচনা হয় – যা দেশজোড়া অগ্রগতি প্রতিফলিত করে। সমাবেশে যোগ দেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৫ হাজার মানুষ। 

বিকশিত সংকল্প যাত্রার লক্ষ্য উন্নত ভারত, ঐক্য এবং সহযোগিতার আবহ গড়ে তোলা। অনুষ্ঠানে ‘বিকশিত ভারত’ গঠনের শপথও নেওয়া হয়। 


PG/AC/AS


(Release ID: 1978530) Visitor Counter : 77
Read this release in: English , Assamese