অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

তিরুপতিতে জিএসটি ভবনের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন

Posted On: 16 NOV 2023 4:40PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ নভেম্বর ২০২৩।। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তিরুপতি সিজিএসটি কমিশনারেটের জিএসটি ভবনের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। নতুন জিএসটি ভবন কর প্রশাসনে পরিকাঠামো এবং দক্ষতা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির একটি প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি৷
রাজস্ব বিভাগের সচিব শ্রী সঞ্জয় মালহোত্রাও ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এর চেয়ারম্যান শ্রী সঞ্জয় কুমার আগরওয়াল; সিবিআইসির জোনাল সদস্য শ্রী বিবেক রঞ্জন; সিজিএসটি অ্যান্ড কাস্টমস, বিশাখাপত্তনম জোনের চিফ কমিশনার  শ্রী সঞ্জয় পান্ত,; সিপিডব্লিউডি হায়দ্রাবাদ অঞ্চলের এডিজি শ্রী শিশির বনসাল এবং সংশ্লিষ্ট বিভাগ, রাজ্য সরকার এবং বাণিজ্য ও শিল্প বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  


অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ ভূমি পূজা এবং পরিকাঠামো তৈরির জন্য সিজিএসটি এবং কাস্টমস ভাইজাগ জোনকে অভিনন্দন জানিয়েছেন এবং রাজস্ব আয়ের ইতিবাচক প্রবণতা অব্যাহত রাখতে জোনটিকে উৎসাহিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী করদাতাদের সুবিধার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ঘোষণা করেন যে জিএসটি সেবা কেন্দ্রের মাধ্যমে বায়োমেট্রিক-ভিত্তিক আধার প্রমাণীকরণের অনুমোদন অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য দেওয়া হয়েছে। তিরুপতি কমিশনারেট গত বছর ৮,২৬৪ কোটি টাকা এবং ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫,০১৯ কোটি টাকা জিএসটি রাজস্ব সংগ্রহ করেছে। কমিশনারেট সাম্প্রতিক কয়েক বছরে জিএসটি শাসনে প্রায় ৩০০% চিত্তাকর্ষক প্রবৃদ্ধি অর্জন করে অনেক অগ্রগতি দেখেছে। যাত্রীবাহী যানবাহন, সিমেন্ট এবং অটোমোটিভ ব্যাটারি উৎপাদন থেকে এই চমকপ্রদ বৃদ্ধি হয়েছে৷
ভার্চুয়াল ভাষণে রাজস্ব বিভাগের সচিব শ্রী  সঞ্জয় মালহোত্রা তিরুপতি কমিশনারেটের ভূমি পূজার প্রশংসা করে এবং সিবিআইসি কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকাঠামো-সম্পর্কিত প্রকল্পগুলির প্রশংসা করে বলেন যে রাজস্ব বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে একসাথে কাজ করা উচিত এবং প্রসিকিউশন সম্পর্কিত সমস্ত বিষয় ত্বরান্বিত করা উচিত এবং সময়মতো যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে আসা উচিত। শ্রী মালহোত্রা করদাতাদের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে সমস্ত আধিকারিকদের আহ্বান জানিয়েছেন৷

  


নতুন জিএসটি ভবনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে জোনাল সদস্য শ্রী বিবেক রঞ্জন বলেন, সিজিএসটি তিরুপতি কমিশনারেটের রাজস্ব ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক ২,৮১৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ৮,২৭৫ কোটি টাকা হয়েছে। একইভাবে, এই ছয় বছরে করদাতার সংখ্যা ২২,৪০০ (৩১.১০.২০১৭ পর্যন্ত) থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৫৭,৪৮১ (৩০.১০.২০২৩ পর্যন্ত) হয়েছে।
প্রধান কমিশনার শ্রী সঞ্জয় পান্ত এই অঞ্চলের রাজস্ব বৃদ্ধি এবং পরিকাঠামো নির্মাণের প্রতি গুরুত্ব প্রদানের বিষয়টিও তুলে ধরেন।

SKC/DM
 


(Release ID: 1977580) Visitor Counter : 93


Read this release in: English