তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
বিকশিত ভারত সংকল্প যাত্রা
দেশের জনজাতি প্রধান জনগোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চল থেকে আইইসি ভ্যানগুলির পতাকা উত্তোলন করা হয়েছে
Posted On:
15 NOV 2023 4:57PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ নভেম্বর ২০২৩।। আদিবাসী গৌরব দিবস উপলক্ষে, আদিবাসী বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের খুন্তি জেলা থেকে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'র সূচনা করেছেন। খুন্তি জেলা এবং সংলগ্ন এলাকায় অবস্থিত বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সরকারের ফ্ল্যাগশিপ কল্যাণমূলক কর্মসূচির বার্তা প্রচারের জন্য বিশেষভাবে ডিজাইন করা পাঁচটি আইইসি (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) ভ্যানের যাত্রা শুরু হয়।
একই ধরনের আইইসি ভ্যানগুলি দেশের ৬৮টি জেলার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পতাকা উত্তোলন করে চালু করেছেন৷
জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও বান্দিপোরা জেলার বুধল ও গুরেজ এলাকা থেকে সংকল্প যাত্রার সূচনা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় শীতল বাতাসের মধ্যে স্থানীয় জনগণ, যুব, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কে টি পট্টনায়েক (অবসরপ্রাপ্ত) লোয়ার সুবানসিরি জেলার জাইরোতে আইইসি ভ্যানগুলির উদ্বোধন করেন। এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বনিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এই আইইসি ভ্যানগুলি লোয়ার সুবানসিরি, তাওয়াং এবং পূর্ব কামেং জেলায় ভ্রমণ করবে এবং তৃণমূল পর্যায়ে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে জনসচেতনতা ছড়িয়ে দেবে। নাগাল্যান্ডের ডিমাপুর জেলার ইন্ডিসেন গ্রামে এই অভিযান শুরু হয়। প্রতিবেশী আসামের বাকসা, কোকরাঝাড় এবং কার্বি আংলংয়ে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' শুরু হয়েছে।
মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী রমেশ বেইনস এবং মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে আদিবাসী জেলা নন্দুরবারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পরশোত্তম রূপালা গুজরাটের দাহোদে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল আম্বাজিতে ভ্যানগুলির উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে তৈরি ভারত অভিযান ভ্যানের উদ্বোধন করেন।
অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলা থেকে এই যাত্রার সূচনা করেন রাজ্যপাল এস আবদুল নাজির। তামিলনাড়ুর তথ্য ও সম্প্রচার, পশুপালন ও মৎস্য প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান নীলগিরি জেলায় এই অভিযানের সূচনা করেন। কেরালার রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান পালাক্কাড জেলার আট্টাপাডিতে এই অভিযানের সূচনা করেন। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের কারাভাত্তি দ্বীপেও এই অভিযান শুরু হয়েছিল।
IEC Vans at Khunti, Jharkhand Viksit Bharat Sankalp Yatra IEC Van Participants at Vikasit Bharat Sankalp Yatra in Gurez, Jammu & Kashmir
Campaign launch at Tuensang, Nagaland Shillong, Meghalaya
SKC/DM
(Release ID: 1977303)
Visitor Counter : 146