রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেল বিশেষ অভিযান ৩,০ সাফল্যের সংগে রূপায়িত করেছে

Posted On: 09 NOV 2023 12:36PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ নভেম্বর ২০২৩।।

*১১.৮০ বর্গ ফুট স্থান বিমুক্ত করেছে এবং ২২৪.৯৫ কোটি টাকা (আনুমানিক) রাজস্ব অর্জন করেছে

* অভিযান চলাকালে ২.৮৮ লক্ষ জন অভিযোগের সমাধান করেছে

* তথ্য সংরক্ষণ ও অবাঞ্ছিত বস্তু বর্জনের প্রয়োজনে ১.৭০ লক্ষ ফাইল পর্যালোচনা করেছে মাননীয়

প্রধানমন্ত্রীর দিকদর্শনের আনুসরণে অনু্প্রাণিত হয়ে কাজের জায়গায় সব দিক থেকো পরিচ্ছন্নতা সৃষ্টি, সরকারি বিষয়াবলি জমে থাকার ভার লাঘব এবং কর্ম-সংস্কৃতির উপর আলোকপাত করে ভারত সরকার ‘বিশেষ অভিযান ৩.০’-এর সূচনা করেছিল।

এই বিশেষ অভিযান ৩.০-এর অংশ হিসেবে ভারতীয় রেল পরিচ্ছন্নতা ও সু-প্রশাসনকে আরোও বেশি করে উৎসাহ দিতে অত্যন্ত উদ্দীপনা এবং লক্ষ্যমাত্রার বিস্তৃত পরিধি নিয়ে ০২.১০.২০২৩ থেকে ৩১.১০.২০২৩3 তারিখ পর্যন্ত উল্লিখিত উদ্যোগ গ্রহণ করেছিল।

ভারতীয় রেল বিভাগে এই অভিযান বিপুল সাফল্য অর্জন করেছে। সমগ্র দেশ জুড়ে বিস্তারিত ভারতীয় রেল বিভাগের বিভিন্ন স্তরের মনোনীত সংযোগ রক্ষাকারী আধিকারিকরিক সাফল্যের সংগে এই অভিযান পরিচালনা করেছেন। উচ্চ থেকে নিম্ন পর্যন্ত সমস্ত কর্মীরা সক্রিয়ভাবে নিয়োজিত হয়ে কাজের জায়গায় পরিচ্ছন্নতা সৃজন এবং জমে থাকা বিষয়াবলি বর্জনে সাফল্য অর্জন করেছেন। এটা সমস্ত সংযোগ রক্ষাকারী আধিকারিক ও কর্মীদের নিরলস প্রয়াসের কারণে, যে জন্য রেল বিভাগ অনেকগুলি ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যমাত্রা ১০০% অর্জন করতে পেরেছে।

অভিযান চলাকালে জোনাল অফিস, ডিভিশনাল অফিস, পিএসইউ, পিইউ, প্রশিক্ষণ কেন্দ্র, রেলের কারখানা ও কর্মশালা এবং রেল স্টেশনগুলি সহ সমগ্র ভারতীয় রেল বিভাগ জুড়ে ২৩,৬৭২-টি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অফিস ও কাজের জায়গায় আবর্জনা বর্জনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয় যার ফলে ১১.৮০ বর্গ ফুট স্থান বিমুক্ত করা সম্ভব হয় এবং এই কারণে ২২৪.৯৫ কোটি টাকা (আনুমানিক) রাজস্ব অর্জন করা সম্ভব হয়েছে। এ ছাড়াও, অভিযান চলাকালে পাশাপাশি ২.৮ লক্ষেরও বেশি জন অভিযোগের সমাধান করা হয়েছে। অন্যদিকে, তথ্য সংরক্ষণ ও কাগুজে আবর্জনা বর্জনের প্রয়োজনে ১.৭০ লক্ষ ফাইল পর্যালোচনা করা হয়েছে যে সূত্রে ১.০০ লক্ষ ফাইল চূড়ান্ত রূপে সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

রেল বিভাগ তার বিভিন্ন প্রয়াসকে তুলে ধরতে সক্রিয়ভাবে সামাজিক মাধ্যম (ট্যুইটার, ফেসবুক ইত্যাদি) এবং অন্যান্য মঞ্চ ব্যবহার করছে এবং বিভাগ তার কর্মী ও সাধারণ জনগণকে স্বচ্ছতা অভিযানের আদর্শের প্রচারের লক্ষ্যে সমাজ মাধ্যম ব্যবহার করতে অনুপ্রাণিত করছে। রেল বিভাগ বিভিন্ন হ্যান্ডেলে ৬৯০০-এরও বেশি সমাজ মাধ্যম পোস্ট করেছে এবং অভিযান চলাকালে রেল বিভাগ ১৪৪-টি সংবাদ বিবৃতি প্রকাশ করেছে।

অভিযানের কয়েকটি দৃশ্য:

*****

SKC/SRC/KMD


(Release ID: 1976012) Visitor Counter : 94


Read this release in: English