বাণিজ্য ও শিল্প মন্ত্রক
ভারত তার ক্রমবর্ধমান জনসংখ্যার প্রত্যাশা পূরণের জন্য, পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে- কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল
प्रविष्टि तिथि:
07 NOV 2023 3:01PM by PIB Agartala
নতুন দিল্লি, ৭ নভেম্বর ২০২৩।। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক, খাদ্য ও জন-সংভরণ এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত তার ক্রমবর্ধমান জনসংখ্যার প্রত্যাশা পূরণের জন্য, পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘আই এস এ স্টিল কনক্লেভ ২০২৩’-এর ৪র্থ সংস্করণে ভাষণ দেওয়ার সময়মন্ত্রী বলেন, এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে স্টিল বিশেষ ভাবে প্রয়োজনীয় এবং তাই ২০৩০ সালের মধ্যে বার্ষিক ৩০০ মিলিয়ন টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে মন্ত্রক।
কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম(সিবিএএম) এর উদ্বেগকে উল্লেখ করে, শ্রী গোয়েল জানান,ভারত সরকার বিষয়টি ইউরোপিয় ইউনিয়ন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) কাছে তুলে ধরেছে।এক্ষেত্রে তিনি ভারতীয় উৎপাদক এবং রফতানিকারকদের প্রতি ন্যায্য আচরণের উপর জোর দেন এবং ইস্পাত শিল্পের ক্ষতি করতে পারে এমন অন্যায্য কর বা শুল্কের বিরোধিতা করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী বিশ্বের ইস্পাত শিল্পে উন্নত দেশগুলির সাথে অবাধ বাণিজ্য চুক্তির স্থাপনের মধ্য দিয়ে ইস্পাত বাণিজ্যকে আরও বৃহদাকারে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা তুলে ধরেন।
শ্রী গোয়েল বলেন, ভারতে ইস্পাত শিল্প বর্তমানে আনুমানিক ২ মিলিয়ন লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই কর্মসংস্থান জাতীয় জিডিপিতে যথেষ্ট অবদান রেখেছে বলে জানান তিনি। ভারতবর্ষে ইস্পাত শিল্পের চাহিদা ক্রমবর্ধমান। এই চাহিদা মেটাতে ইস্পাত শিল্পে আগামী দিনে উল্লেখযোগ্যভাবেআত্মনির্ভরশীলতা বাড়তে পারে, এই আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মন্ত্রী শ্রী গোয়েল।
শ্রী গোয়েল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন যে, ভারত একটি উন্নতশীল দেশ হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর এই অগ্রগতিতে অংশীদার হতে এবং দেশের পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে ইস্পাত শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতবর্ষের বিলিয়নেরও অধিক নাগরিকদের চাহিদা পূরণে,আগামী দিনে মাথাপিছু ইস্পাত ব্যবহারের হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন।
মন্ত্রী উল্লেখ করেছেন যে, ভারত তার "এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ"র ভাবনাকে সমর্থন করে ইস্পাত আমদানিকারক দেশ থেকে একটি শক্তিশালী ইস্পাত রফতানিকারক দেশে রূপান্তরিত হতে চায়। এক্ষেত্রে বিশেষ ইস্পাতের জন্য প্রোডাকশন লিংক ইন্সেন্টিভ (পি এল আই) হল গৃহীত পদক্ষেপ গুলির মধ্যে অন্যতম। এর মাধ্যমে ইস্পাত তৈরির আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান আরো বেশি শক্তিশালী হবে।
ইস্পাত শিল্পের উন্নয়নের অভিযাত্রার কথা বলতে গিয়ে তিনি জামশেদপুর ইস্পাত শহরের কথা উল্লেখ করেন। তিনি তার ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে বলেন ভারতের জন্য গর্ব হচ্ছে, কারণ ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় ইস্পাত নীতি ২০১৭ এবং শিল্পের সাম্প্রতিক বিনিয়োগ, প্রচুর লৌহ আকরিক সম্পদ এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদার পূরণেভারত ৩০০ মিলিয়ন ইস্পাত উৎপাদনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বতোভাবে প্রস্তুত।
অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধি ও বিকাশে ইস্পাত শিল্পের বহুমুখী ভূমিকার উপর জোর দিয়ে মূল ভাবনা "স্টিল শেপিং দা সাসটেইনেবল ফিউচার" নিয়ে আলোচনা হয়। ক্রমবর্ধমান পরিবেশগত উদ্বেগের এই যুগে, কীভাবে দূষণ প্রশমিত করার মধ্য দিয়ে ইস্পাত নির্মাণ এবং তার সুস্থায়ী অনুশীলন করা যায় তার ওপর জোর দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী কোক-কয়লার প্রাপ্যতা এবং তার অতিরিক্ত খরচের বিষয়টিকে উল্লেখ করে এই সমস্যা সমাধানের জন্য বিকল্প প্রযুক্তির খোঁজ করতে শিল্পোদ্যোগীদের উৎসাহিত করেন। ইস্পাত শিল্পের দীর্ঘস্থায়িত্ব এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গবেষণা এবং উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। পাশাপাশি সবুজ এবং কম-কার্বন উৎপাদনের প্রচারের ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।
শ্রী পীযূষ গোয়েলসরকার-শিল্প-ভোক্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক নীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করেছেন। ভারতবর্ষে ইস্পাত ব্যবহারের মাথাপিছু চাহিদা মেটানোর জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য শিল্পদ্যোগীদের উদ্ভাবনী এবং সুস্থায়ী অনুশীলনের সাথে যুক্ত হতে আহ্বান জানান মন্ত্রী।
শ্রী পীযুষ গোয়েল "ব্র্যান্ড ইন্ডিয়া প্রজেক্ট" এর জন্য ইস্পাত শিল্পের সমর্থনকে স্বীকৃতি প্রদান করেছেন এবং শিল্পোদ্যোগীদের তাদের শক্তি প্রদর্শনের জন্য আসন্ন প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। ইস্পাত শিল্পের সম্ভাবনার মধ্য দিয়ে ভারতের প্রবৃদ্ধি উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী।
SKC/MG
(रिलीज़ आईडी: 1975519)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English