অর্থ মন্ত্রক

অক্টোবর মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ দ্বিতীয় সর্বাধিক ১.৭২ লাখ কোটি টাকা, আগের বছরের একই মাসের হিসেবে তা ১৩% বৃদ্ধি

Posted On: 01 NOV 2023 2:31PM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৩।।  অক্টোবর ২০২৩ মাসে সর্বমোট জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছে ১,৭২,০০৩ কোটি টাকা। যার মধ্যে ৩০,০৬২ কোটি টাকা হচ্ছে সিজিএসটি, ৩৮,১৭১ কোটি টাকা হচ্ছে এসজিএসটি, ৯১,৩১৫ কোটি টাকা (যার মধ্যে রয়েছে পণ্য আমদানির ক্ষেত্রে সংগৃহীত ৪২,১২৭ কোটি টাকা) হচ্ছে আইজিএসটি এবং ১২,৪৫৬ কোটি টাকা (যার মধ্যে রয়েছে পণ্য আমদানির ক্ষেত্রে সংগৃহীত ১,২৯৪ কোটি টাকা) হচ্ছে সেস। 

সরকার আইজিএসটি থেকে সিজিএসটি-তে ৪২,৮৭৩ কোটি টাকা এবং এসজিএসটি-তে ৩৬,৬১৪ কোটি টাকা মিটিয়েছে বা নিষ্পত্তি করেছে। নিয়মিত এই নিষ্পত্তির পরে অক্টোবর ২০২৩ মাসে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর সর্বমোট রাজ্য হচ্ছে সিজিএসটি’র ক্ষেত্রে ৭২,৯৩৪ কোটি টাকা এবং এসজিএসটি’র ক্সেহ্ত্রে ৭৪,৭৮৫ কোটি টাকা।


 

অক্টোবর ২০২৩ মাসের সর্বমোট জিএসটি রাজস্ব আদায় গত বছরের একই মাসের তুলনায় ১৩ শতাংশ বেশি। এই মাসে দেশীয় লেনদেন থেকে (পরিষেবা আমদানি সহ) সংগ্রহ রাজস্বও গত বছরের একই মাসের দেশীয় রাজস্ব থেকে সংগ্রহ রাজস্বের ১৩ শতাংশ বেশি হয়েছে। তাতে ২০২৩-২৪ অর্থবর্ষের গড় মাসিক জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬৬ লক্ষ কোটি টাকা, যা গত অর্থ বছরের একই মেয়াদের তুলনায় ১১ শতাংশ বেশি।

রাজ্যভিত্তিক হিসেবে বর্তমান অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে নিষ্পত্তির পরবর্তী জিএসটি রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি লক্ষদ্বীপে। সেখানে বৃদ্ধি হয়েছে ২৫৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম হয়েছে মণিপুরে মাইনাস ১৯ শতাং (-১৯%)। ত্রিপুরায় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।  

SKC/AKD/KMD



(Release ID: 1974068) Visitor Counter : 90


Read this release in: English