বাণিজ্য ও শিল্প মন্ত্রক
পি এম গতিশক্তির অধীনে ৫৮ তম নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ এর বৈঠকে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা
प्रविष्टि तिथि:
01 NOV 2023 6:05PM by PIB Agartala
নতুন দিল্লি, ১ নভেম্বর,২০২৩ (পিআইবি)।। আজ নতুন দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের অধীনে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগের বিশেষ সচিব (লজিস্টিক) শ্রীমতি সুমিতা দাওরার পৌরহিত্যে ৫৮ তম নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ (এনপিজি) এর বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়,রেলপথ মন্ত্রণালয়, বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং নীতি আয়োগ এর সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর রাজ্য স্তরের মূল আধিকারিকরাও এই বৈঠকে আলোচনায় অংশ নেন ।
বৈঠকে, ওড়িশার গ্রীনফিল্ড রেল সংযোগ প্রকল্প নিয়েও আলোচনা করা হয়। মোট চার হাজার কোটি টাকারও অধিক অর্থ ব্যয়ে তৈরি হচ্ছে এই প্রকল্প। এর মাধ্যমে ওড়িশা বন্দর থেকে যানবাহন যাতায়াত, স্থানীয় খনি থেকে লৌহ আকরিকের বাণিজ্য এবং প্রকল্পাধিন অঞ্চলের বিভিন্ন রকমের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার মধ্য দিয়ে শিল্পের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ,উত্তরপ্রদেশ এবং কেরালায় নির্মীয়মান কয়েকটি সড়ক প্রকল্প নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়। এই প্রকল্পগুলি সেখানকার বাণিজ্যিক করিডরের পাশাপাশি প্রধান অর্থনৈতিক কেন্দ্র, শিল্প অঞ্চল এবং কৃষি অঞ্চল সহ আর্থিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে । মহাসড়ক প্রকল্পটি সামগ্রিক পরিবহন সংযোগ বাড়াবে। মানুষের জন্য স্বাস্থ্য সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কেন্দ্রগুলিতে প্রবেশ সহজতর হবে, বিশেষ করে গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের দূরত্ব এবং সময় উভয়ই হ্রাস করবে।
বৈঠকে, বিশেষ সচিব প্রকল্প গুলির উপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ এবং ওই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। বিশেষ সচিব, প্রকল্প পরিকল্পনায় নির্ধারিত অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা পদ্ধতিকেও অন্তর্ভুক্ত করতে এবং রাজ্য সরকার ও মন্ত্রকগুলির সাথে মতবিনিময় অব্যাহত রাখতে গুরুত্ব আরোপ করেন।
SKC/MG/KMD
(रिलीज़ आईडी: 1974049)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English