সংস্কৃতি মন্ত্রক
সারা দেশ থেকে অমৃত কলস নিয়ে প্রতিনিধিরা
মেরি মাটি মেরা দেশের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছে
Posted On:
29 OCT 2023 7:25PM by PIB Agartala
নতুনদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৩(পিআইবি)।। 'মেরি মাটি মেরা দেশ' এর সমাপ্তি অনুষ্ঠানের জন্য ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা বিশেষভাবে নিবেদিত ট্রেন, বাস এবং স্থানীয় পরিবহনের মাধ্যমে রাজধানী দিল্লিতে পৌঁছচ্ছে। তারা ৩০ এবং ৩১ অক্টোবর কর্তব্য পথ (বিজয় চকে) অনুষ্ঠিতব্য দুই দিনের কর্মসূচিতে অংশ নেবে। এই অমৃত কলস যাত্রীরা দুটি ক্যাম্পে অবস্থান করছেন- গুরগাঁওয়ের ধানচিরি শিবির এবং দিল্লির রাধা স্বামী সৎসঙ্গ ব্যাস শিবির।
৩০ শে অক্টোবর 'মেরি মাটি মেরা দেশ'-র ওপর এক দিবসীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে, যেখানে অমৃত কলস যাত্রার সমাপনী অনুষ্ঠানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারীরা চিরাচরিত পোশাকে শোভাযাত্রা করবে। অংশগ্রহণকারীরা নিজেদের স্থান অনুযায়ী শ্রেণীবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠান সংগঠিত হবে যার মধ্যে দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিকল্পনার মাধ্যমে সাংস্কৃতিক নৃত্য পরিবেশনার একটি শৃংখল অন্তর্ভুক্ত থাকবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রতিনিধিরা আসবে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চেতনাকে প্রতিফলিত করে নিজ নিজ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আনা অমৃত কলস থেকে মাটি, চাল কর্তব্য পথে রাখা এক বিশাল অমৃত কলসে ঢেলে দেবে। অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ৩১ অক্টোবর ২০২৩ এ বিজয় চক/কর্তব্য পথে 'মেরি মাটি মেরা দেশ অভিযান'-র সমাপ্তি অনুষ্ঠানকে সম্বোধিত করবেন। এই অনুষ্ঠানটি 'মেরি মাটি মেরা দেশ' অভিযানের অমৃত কলস যাত্রার সমাপ্তির প্রতীক হবে যেখানে দেশের ৭৬৬ জেলার ৭০০০ এরও বেশি ব্লক থেকে অমৃত কলস যাত্রীরা উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে আজাদী কা অমৃত মহোৎসবের দুই বছরের দীর্ঘ প্রচারেরও সমাপ্তি হবে যা ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের জন্য ১২ই মার্চ ২০২১এ শুরু হয়েছিল। আজাদী অমৃত মহোৎসব সাক্ষী ছিল উৎসাহী জনগণের অংশগ্রহনে দেশ জুড়ে আয়োজিত দুই লক্ষের বেশি অনুষ্ঠানের।
এই কর্মসূচিটি স্বায়ত্তশাসিত সংস্থা 'মেরা যুবা ভারত' (My Bharat) চালুরও সাক্ষী হবে যা যুব-নেতৃত্বাধীন উন্নয়নে সরকারের লক্ষ্যকে কেন্দ্রীভূত করতে এবং যুবকদের উন্নয়নের সক্রিয় চালক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই স্বায়ত্ব শাসিত সংস্থাটির লক্ষ্য যুবদের সমাজ পরিবর্তনের এজেন্ট এবং দেশনির্মাতা হতে উদ্বুদ্ধ করা, যেন তারা সরকার এবং নাগরিকদের মধ্যে একটি যুব সেতু হিসেবে কাজ করতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, ৩১ অক্টোবর 'রান ফর ইউনিটি' অনুষ্ঠিত হবে। শ্রী ঠাকুর আরো বলেন যে, 'মেরি মাটি মেরা দেশ' অনুষ্ঠানটি দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শেষ হবে। সেইদিন মেরা যুবা ভারত পোর্টালও চালু হবে। এটি দেশের তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যার মধ্য দিয়ে তারা দেশ গঠনে নিজেদের অবদান রাখতে পারবে।
SKC/MG/KMD
(Release ID: 1972911)
Visitor Counter : 138