প্রধানমন্ত্রীর দপ্তর

জি-২০ নয়া দিল্লি নেতাদের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে দেখলেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র

প্রচার এবং কার্যকর বাস্তবায়নের জন্য প্রধান থিমগুলিকে অন্তর্ভুক্ত করে সাতটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে
সারা দেশের থিংক ট্যাঙ্কগুলোকে নিয়ে একটি সেমিনারের পরিকল্পনা করা হয়েছে
জি-২০ ভার্চুয়াল সামিট এবং ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২.০-এর প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে

Posted On: 18 OCT 2023 7:27PM by PIB Agartala

নতুনদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৩, পিআইবি।। প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্রের সভাপতিত্বে জি-২০ নয়াদিল্লি ঘোষণা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, জি-২০ শেরপা, জি-২০-এর চিফ কোঅর্ডিনেটর এবং বিদেশ মন্ত্রক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এবং নীতি আয়োগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান প্রচেষ্টার অংশ হিসাবে, সংশ্লিষ্ট মন্ত্রকগুলি নেতৃত্ব দেবে এবং সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে যুক্ত করে সাতটি ওয়েবিনারের একটি সিরিজ আয়োজন করার প্রস্তাব করা হয়েছে। ওয়েবিনারগুলো (১) শক্তিশালী, সুস্থায়ী, সুষম ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, (২) সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অগ্রগতি ত্বরান্বিত করা (৩) সুস্থায়ী ভবিষ্যতের জন্য সবুজ উন্নয়ন চুক্তি, (৪) একবিংশ শতাব্দীর জন্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান, (৫) প্রযুক্তিগত রূপান্তর ও ডিজিটাল পাবলিক পরিকাঠামো, (৬) নারীনেতৃত্বাধীন উন্নয়ন এবং (৭) সন্ত্রাসবাদ ও মানি লন্ডারিং মোকাবেলার বিষয়ে প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও, নয়াদিল্লি নেতাদের ঘোষণার কার্যকর বাস্তবায়নের বিষয়ে অঞ্চল বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত সংগ্রহের জন্য সারা দেশ থেকে বিভিন্ন থিঙ্ক-ট্যাঙ্ককে যুক্ত করার জন্য একটি সেমিনারের পরিকল্পনা করা হচ্ছে।  

প্রধান সচিব বলেন, ঘোষণাপত্রের বাস্তবায়ন নিয়মিত তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হবে।

নতুন দিল্লি শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জি-২০ ভার্চুয়াল শীর্ষ সম্মেলন নিয়েও প্রধান সচিব আলোচনা করেছেন। যেহেতু মূল শীর্ষ সম্মেলনের পর এই প্রথম কোনও দেশ এই ধরনের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, তাই প্রধান সচিব সমস্ত সদস্য রাষ্ট্র এবং অতিথি দেশগুলিতে দ্রুত তথ্য প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।  

বৈঠকে পররাষ্ট্র সচিব শ্রী বিনয় কোয়াত্রা ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে প্রধান সচিবকে অবহিত করেছেন। 

বৈঠকে নেতাদের ঘোষণাপত্রের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার এবং উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

***** 

SKC/SP/KMD



(Release ID: 1969019) Visitor Counter : 69


Read this release in: English