কয়লা মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশেষ প্রচারাভিযান ৩.০ এর অধীনে বর্জ্যকে ভাস্কর্যে পরিণত করেছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড

Posted On: 11 OCT 2023 7:28PM by PIB Agartala

বিশেষ প্রচারাভিযান ৩.০ এর অধীনে, কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি, সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (এসইসিএল) সাফাই অভিযান পরিচালনা করছে৷ এর মধ্যে রয়েছে বর্জ্য সামগ্রি নিষ্পত্তি করা এবং জায়গা খালি করা। আরও এক ধাপ এগিয়ে এই স্বায়ত্তশাসিত সংস্থাটি খনির বর্জ্য সামগ্রিকে সুন্দর ভাস্কর্যে পরিণত করা হয়েছে৷

সরকার এ বছরের ২ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা এবং সরকারি দফতরে বকেয়া বর্জ্য কমানোর জন্য বিশেষ প্রচারাভিযান ৩.০ পরিচালনা করার ঘোষণা দিয়েছে। প্রচারণার একটি প্রধান উপাদান হল বর্জ্য সামগ্রিগুলি নিষ্পত্তি করা যা আর কার্যকর নয়।

  

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এর যমুনা কোটমা এলাকা বিশেষ প্রচারাভিযান ৩.০ কার্যক্রমের অধীনে "স্ক্র্যাপ টু স্কাল্পচার" এর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কয়লা খনির স্ক্র্যাপ সামগ্রীকে বিভিন্ন সৃজনশীল ভাস্কর্যে রূপান্তর করা।

 

মধ্যপ্রদেশের অনুপপুর জেলার বঙ্কিম বিহার, যমুনা কোটমা এলাকায় স্ক্র্যাপ থেকে তৈরি এই ভাস্কর্যগুলো বাড়িতে রাখার জন্য কোলিয়ারি একটি পাবলিক পার্ক স্থাপন করেছে। স্ক্র্যাপ-নির্মিত ভাস্কর্য গুলোর মধ্যে স্থাপিত বিশিষ্ট ভাস্কর্যগুলি হল একজন কয়লা খনি শ্রমিক, একটি সিংহ, একটি সারস পাখি এবং একটি ফুল। কয়লা খনির শ্রমিকদের ভাস্কর্যটি টর রডের বর্জ্য, হালকা স্টিলের কাটা টুকরা, ভারবহন অর্ধেক এবং কনভেয়ার বেল্ট রোলার দিয়ে তৈরি। এই ভাস্কর্যটির ওজন প্রায় ১.৭ টন।

  

প্রকল্পটি এই বাস্তবতার পটভূমিতে তৈরি করা হয়েছিল যেখানে কয়লা খনির প্রচুর পরিমাণে বর্জ্য সামগ্রি, যা সাধারণত দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকে এবং শেষ পর্যন্ত নিলাম করা হয়, সাধারণ ভালর জন্য উৎপাদনশীল ব্যবহারে রূপান্তরিত করা যেতে পারে। এই ভাস্কর্যগুলি আঞ্চলিক ওয়ার্কশপ, কোটমা কোলিয়ারিতে ডিজাইন এবং তৈরি করা হয়েছিল এবং এই ভাস্কর্যগুলি তৈরিতে বিপুল সংখ্যক মহিলা কর্মচারীও যুক্ত ছিল।

 বিশেষ প্রচারাভিযান ৩.০ চলাকালীন, কয়লা পিএসইউ  ইতিমধ্যেই প্রায় ১৩৪৪ মেট্রিক টন বর্জ্য নিষ্পত্তি করা হয়েছে যা থেকে অনেক বেশি অর্থাৎ ৭ কোটি টাকা আয় হয়েছে৷

 বিশেষ প্রচারাভিযান ২.০-এ সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড  সেরা পারফরম্যান্সকারী কয়লা পিএসইউ গুলির মধ্যে একটি ছিল। কোম্পানিটি ১৩ লাখ বর্গফুটেরও বেশি এলাকা নিয়ে ৪৫টি সাইট পরিষ্কার করেছে এবং প্রায় ১২৫০ মেট্রিক টনের বেশি বর্জ্য নিষ্পত্তি করেছে যা থেকে প্রায় ৫.৯৭ কোটি টাকা আয় করেছে। প্রচারের সময় সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড কর্তৃক পরিস্কার করা এবং বর্জ্য নিষ্পত্তি করা সমস্ত কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা গুলোর মধ্যে সর্বোচ্চ ছিল৷

*****

SKC/TC/KMD

 


(Release ID: 1966918) Visitor Counter : 89
Read this release in: English