রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী হাওড়া – পাটনা সহ ৯টি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেছেন

প্রধানমন্ত্রী হাওড়া – পাটনা সহ ৯টি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেছেন

Posted On: 24 SEP 2023 9:50PM by PIB Kolkata

কলকাতা, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেলা ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে ৯টি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে – হাওড়া – পাটনা এবং হাওড়া – রাঁচি বন্দেভারত এক্সপ্রেস। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, “সেদিন আর দূরে নেই, যখন বন্দেভারত দেশের প্রত্যেক প্রান্তে চলাচল করবে”। নতুন বন্দেভারত ট্রেনগুলি দেশের মধ্যে আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করবে এবং রেলযাত্রীরা উন্নত পরিষেবা পাবেন। আন্তর্জাতিক মানের ট্রেনটি সম্পর্কে মানুষের উৎসাহ-উদ্দীপনা বিবেচনা করে পূর্ব রেল উদ্বোধন হওয়ার পর বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটিকে বিভিন্ন স্টেশনে দাঁড় করায়। স্থানীয় মানুষ এই উপলক্ষে আনন্দে মেতে ওঠেন। জসিডি ও মধুপুর স্টেশনে সাংসদ ডঃ নিশিকান্ত দুবে এবং বিধায়ক শ্রী নারায়ণ দাস উপস্থিত ছিলেন। এছাড়াও, ডঃ দুবে মধুপুর, সাংসদ শ্রী সুনীল সোরেন জামতাড়া, বিধায়ক শ্রীমতী অগ্নিমিত্রা পাল আসানসোল ও রানীগঞ্জে, বিধায়ক শ্রী লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই দুর্গাপুরে এবং সাংসদ শ্রী এস এস আলুওয়ালিয়া দুর্গাপুর, পানাগড় ও বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন। পাটনা – হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটিকে বিভিন্ন স্টেশনে স্বাগত জানানো হয়।   
নতুন পাটনা – হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। রেল কর্তৃপক্ষ আশা করে, এর ফলে পাটনা, লখিসরাই, জামুই, দেওঘর, জামতাড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলির বহু মানুষ উপকৃত হবেন। 
দ্রুতগতির এই ট্রেনটি সকাল ৮টায় পাটনা থেকে রওনা হবে এবং দুপুর ২টো ৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন ৩টে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং রাত ১০টা ৪০ মিনিটে পাটনায় পৌঁছবে। এই রুটের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তুলনায় বন্দেভারত এক্সপ্রেস ৫৩২ কিলোমিটার পথ ১ ঘন্টা আগে পৌঁছবে। ট্রেনটি ২৬ সেপ্টেম্বর থেকে যাত্রী পরিবহণ করবে।
বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে কবচ প্রযুক্তি সহ আধুনিক বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের ফলে এই ট্রেনটি আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদান করবে। ট্রেনটিতে পেশাদার, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, পর্যটক সহ প্রত্যেক যাত্রী অত্যাধুনিক পরিষেবা পাবেন। 
পূর্ব রেলের জসিডি ও আসানসোলের মতো দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনটি থামবে। এর ফলে, সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটন শিল্পের সুবিধা হবে এবং স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী বন্দেভারত ট্রেনগুলির উদ্বোধনী ভাষণে বলেন, নতুন এই ট্রেনগুলি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 
পাটনা – হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি দেশের পূর্বাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটাবে। এই ট্রেন দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার ফলে যাত্রীসাধারণ উপকৃত হবেন বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র মনে করেন। 

PG/SSS/CB/SB


(Release ID: 1960467)
Read this release in: English