প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

Posted On: 17 JUN 2023 8:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুন,২০২৩

অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা বৃষ্টির জল ধরে রাখার প্রয়োজনের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পুতুল নাটিকার আয়োজন করেছে । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ।  

 

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু-র এক ট্যুইটবার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এগুলি ফলপ্রসু হয় । জল সংরক্ষণের বার্তা প্রচারে দেশের মানুষ আরও বেশি করে অংশ নেবেন বলে আমি আশাবাদী ।”

CG/CB/NR


(Release ID: 1933302) Visitor Counter : 118


Read this release in: English