শিল্পওবাণিজ্যমন্ত্রক
উত্তরপ্রদেশে জেম জেলাস্তরে ক্রেতা-বিক্রেতাদের কর্মশালার আয়োজন করতে চলেছে
Posted On:
12 JUN 2023 12:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন, ২০২৩
দেশের প্রথম সারির অনলাইনে পণ্যসামগ্রী সংগ্রহ করার মঞ্চ ‘গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস’ (জেম) উত্তরপ্রদেশের সবক’টি জেলায় ক্রেতা-বিক্রেতা কর্মশালার আয়োজন করতে চলেছে। ১২ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই কর্মশালা বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা জেম সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এই মঞ্চ বা প্ল্যাটফর্ম সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে তার উত্তরও এখানে দেওয়া হবে।
এই কর্মশালার মাধ্যমে উত্তরপ্রদেশের প্রত্যন্ত জেলায় জেম সম্পর্কে সঠিক তথ্য ক্রেতা ও বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কর্মশালায় জেম-এর বিভিন্ন সুযোগ-সুবিধা, নাম নিবন্ধকরণ পদ্ধতি এবং অনলাইনে পণ্য সংগ্রহ করার পন্থাপদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এখানে জেম-এর বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্যে পরস্পরের অংশীদার হতে চাইলে সে বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক বিকাশ নিশ্চিত করতে জেম সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের এই কর্মশালার মাধ্যমে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৬-র আগস্টে জেম সম্পর্কে একটি রূপরেখা উপস্থাপন করেন। ডিজিটাল পদ্ধতিতে এখানে সরকারি বিভিন্ন দপ্তরের পণ্য সংগ্রহ করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে এই ব্যবস্থাপনার মাধ্যমে যোগাযোগ গড়ে তোলে।
CG/CB/DM
(Release ID: 1931543)
Visitor Counter : 116