প্রধানমন্ত্রীরদপ্তর
প্রতিটি পদক্ষেপ আমাদের দেশবাসীর ইচ্ছাশক্তি ও ক্ষমতার প্রতিফলন : প্রধানমন্ত্রী
Posted On:
11 JUN 2023 12:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে লিখিত নিবন্ধ, ভিডিও, গ্রাফিক্স ও তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যার মধ্য দিয়ে দেশবাসীর দৃঢ়সঙ্কল্প প্রতিফলিত হচ্ছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“এমন একটি দেশের জন্য কাজ করে গর্ব অনুভব করি, যেখানে দৃঢ়সঙ্কল্পের সঙ্গে সকলে এগিয়ে চলেছেন। বহুপাক্ষিক মঞ্চ থেকে আত্মনির্ভর ভারত, ‘মেক ইন ইন্ডিয়া’র মতো বিভিন্ন পদক্ষেপ আমাদের দেশবাসীর ক্ষমতা ও ইচ্ছাশক্তির প্রতিফলন। #9YearsOfIndiaFirst”
CG/CB/DM
(Release ID: 1931496)
Visitor Counter : 161