প্রধানমন্ত্রীরদপ্তর

লাক্ষাদ্বীপের ‘নিউট্রি গার্ডেন প্রোজেক্ট’-এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 11 JUN 2023 12:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ‘নিউট্রি গার্ডেন প্রোজেক্ট’-এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে লাক্ষাদ্বীপের জনগণের নতুন কিছু শেখা ও নতুনকে গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ পায়।

 

আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ১ হাজার কৃষককে বিভিন্ন সব্জির বীজ দেওয়া হয়। এছাড়াও, দেশীয় প্রজাতির ৭ হাজার মুরগি ছানা ‘ব্যাকওয়ার্ড পোল্ট্রি স্কিম’-এর আওতায় লাক্ষাদ্বীপের মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। যেসব পরিবারের আয় ৬০০ টাকার কম, সেইসব পরিবারের মহিলা সদস্যরাই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

লাক্ষাদ্বীপের উপ-রাজ্যপালের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন ;

“প্রশংসনীয় এক উদ্যোগ, উৎসাহব্যঞ্জক ফল! এই উদ্যোগের মধ্য দিয়ে লাক্ষাদ্বীপের মানুষের নতুন কিছু শেখা ও নতুনকে গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ পায়।”

 

 

CG/CB/DM



(Release ID: 1931490) Visitor Counter : 103


Read this release in: English