প্রধানমন্ত্রীরদপ্তর

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে জি-২০ জনভাগীদারি কর্মসূচিতে রেকর্ড সংখ্যক অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

Posted On: 11 JUN 2023 12:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে জি-২০ জনভাগীদারি কর্মসূচিতে রেকর্ড সংখ্যক অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন।

ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর কর্মসূচিতে শিক্ষা মন্ত্রক মিশ্র শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক সাক্ষরতা ও গণনা সম্পর্কে জ্ঞান নিশ্চিত করার যে উদ্যোগ নিয়েছে তার আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এ পর্যন্ত ১.৫ কোটির বেশি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন সমাজের সদস্যবৃন্দ বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মসূচীতে যোগ দিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :

“বিপুল সংখ্যায় এই অংশগ্রহণ দেখে আমি আনন্দিত, যা  আমাদের সমন্বিত ও সুস্থায়ী এক ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগকে আরও শক্তিশালী করবে। যাঁরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীকে আরও শক্তিশালী করে তুলেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।”

 

CG/CB/DM



(Release ID: 1931486) Visitor Counter : 105


Read this release in: English