স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্যপালের সভাপতিত্বে মণিপুরে শান্তি কমিটি গঠন করল ভারত সরকার

Posted On: 10 JUN 2023 1:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুন, ২০২৩

ভারত সরকার মণিপুরে সেখানকার রাজ্যপালের সভাপতিত্বে একটি শান্তি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া প্রাক্তন সিভিল সার্ভেন্ট, শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, সমাজকর্মী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদেরও এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কমিটির কাজ হল, বিবদমান গোষ্ঠীগুলিকে নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা। সামাজিক সংহতি, পারস্পরিক বোঝাপড়া এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ সহজতর করে তোলাও এই কমিটির লক্ষ্য। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গত ২৯ মে থেকে ১ জুন মণিপুর সফরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার পর এই শান্তি কমিটি গঠনের ঘোষণা করেছিলেন।

CG/SD/SKD



(Release ID: 1931425) Visitor Counter : 105


Read this release in: English