প্রধানমন্ত্রীরদপ্তর
ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Posted On:
10 JUN 2023 12:03AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৯ জুন , ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডাকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ ভগবান বিরসা মুন্ডাজিকে তাঁর প্রয়াণ দিবসে শত শত প্রণাম জানাই। তিনি বিদেশী শাসনের বিরুদ্ধে সংগ্রামে তাঁর সবকিছু উজার করে দিয়েছিলেন। আদিবাসী সমাজের উন্নতিতে তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। তাঁর সেবা করার মানসিকতাকে কৃতজ্ঞ দেশ সর্বদা স্মরণ করে।“
CG/CB/SKD
(Release ID: 1931206)
Visitor Counter : 131