প্রধানমন্ত্রীরদপ্তর
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য পিএমএনআরএফ থেকে এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
Posted On:
02 JUN 2023 11:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ)থেকে এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে :
"ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতরা পাবেন ৫০,০০০ টাকা : প্রধানমন্ত্রী।"
CG/CB/AS/
(Release ID: 1929678)
Visitor Counter : 133