রেলমন্ত্রক

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে বহনাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস এবং স্যার এম. বিশ্বেশ্বরা টার্মিনাল - হাওড়া এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ঘটনাস্থলে রেল আধিকারিকরা ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য পৌঁছেছেন

Posted On: 02 JUN 2023 11:58PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২ জুন,  ২০২৩

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে হাওড়া - চেন্নাই মেন লাইনে ১২৮৪১ করমন্ডল এক্সপ্রেস এবং ১২৮৬৪ এসএমভিডি - হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ওড়িশার বালাসোরে দুর্ঘটনা ঘটার পর ত্রাণসামগ্রী নিয়ে খড়গপুর, বালাসোর এবং সাঁতরাগাছি থেকে বিশেষ ট্রেন পাঠানো হয়। রেল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করেন। যাত্রীদের দ্রুত উদ্ধার করা এবং যত কম সংখ্যক প্রাণহানি ঘটে সেটি নিশ্চিত করা এই অভিযানের উদ্দেশ্য। ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক দল পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। যারা অল্পবিস্তর আহত হয়েছেন, তাদের বালাসোর, খাঁতাপাড়া, সোরো এবং গোপালপুরে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটকে পড়া রেলযাত্রীদের খবর নিতে বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এগুলি হল -
০৩৩ ২৬৩৮২২১৭ (হাওড়া), ৯৯০৩৩৭০৭৪৬ (শালিমার), ৮১০৯২৮৯৪৬০ এবং ৮৩৪০৬৪৯৪৬৯ (সাঁতরাগাছি), ৮৯৭২০৭৩৯২৫ এবং ৯৩৩২৩৯২৩৩৯ (খড়গপুর), ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২ (বালাসোর)।


CG/CB/AS/



(Release ID: 1929652) Visitor Counter : 93


Read this release in: English