প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সংস্কৃত ভাষার বিশিষ্ট পণ্ডিত বেদ কুমারী ঘাই-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 31 MAY 2023 2:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার বিশিষ্ট পণ্ডিত বেদ কুমারী ঘাই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে বলা হয়েছে :

“সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত বেদ কুমারী ঘাইজির প্রয়াণে মর্মাহত। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তাঁর বিভিন্ন কাজ আমাদের অন্য পণ্ডিতদের উদ্বুদ্ধ করবে। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের জানাই সমবেদনা। ওঁ শান্তি : প্রধানমন্ত্রী।”

CG/PM/DM/…..


(Release ID: 1928669) Visitor Counter : 139


Read this release in: English