প্রতিরক্ষামন্ত্রক

নৌবাহিনীর প্রধান বিশাখাপত্তনমে প্রশিক্ষণ কেন্দ্রের দীক্ষান্ত অধিবেশনে বিশেষ সেবা এবং সাহসিকতার পুরস্কার প্রদান করবেন

Posted On: 30 MAY 2023 2:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০  মে, ২০২৩

বিশাখাপত্তনমের নৌঘাঁটিতে ৩১ মে ২০২৩ সালের দীক্ষান্ত অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন সদস্যকে সাহসিকতা, নেতৃত্বদান এবং পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হবে। এই প্রথম সন্ধ্যেবেলা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতির পক্ষে সাহসিকতা এবং বিশেষ সেবার স্বীকৃতি স্বরূপ বাহিনীর সদস্যদের হাতে পুরস্কার তুলে দেবেন নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। এই অনুষ্ঠানে সাহসিকতার জন্য দুটি নৌসেনা পদক, যথাযথ কর্তব্য পালনের জন্য ১৩টি নৌসেনা পদক, ১৬টি বিশিষ্ট সেবা পদক এবং ২টি জীবনরক্ষা পদক প্রদান করা হবে। এছাড়াও নৌবাহিনীর প্রধান সমরাস্ত্রের মানোন্নয়ন ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় গবেষণার জন্য লেফ্টেন্যান্ট ভি কে জৈন মেমোরিয়াল স্বর্ণ পদক এবং সুরক্ষার মানোন্নয়নে ক্যাপ্টেন রবি ধীর স্মারক স্বর্ণপদক প্রদান করবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর বিশিষ্ট সদস্যরা ছাড়াও পুরস্কার প্রাপকদের পরিবার-পরিজন উপস্থিত থাকবেন। ৩১ মে বিকেল ৫টা থেকে আইএন ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। 


CG/CB/NS….        30.05.23... 176



(Release ID: 1928560) Visitor Counter : 84


Read this release in: English