রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের রাষ্ট্রপতি কম্বোডিয়ার রাজাকে অভ্যর্থনা জানিয়েছেন; তিনি বলেন পর্যটন এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দিতে হবে

Posted On: 30 MAY 2023 10:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মে, ২০২৩

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (৩০ মে, ২০২৩) রাষ্ট্রপতি ভবনে কম্বোডিয়ার রাজা প্রেহ বেট সমদেচ প্রিহ বরমনিথ নরডম সিহামনিকে স্বাগত জানান ও তাঁর সম্মানে ভোজসভার আয়োজন করেন।

রাজা সিহামনিকে তাঁর প্রথম ভারত সফরের জন্য স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই সফর কম্বোডিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে। ভারত ও কম্বোডিয়ার মধ্যে এক সমৃদ্ধ ও বর্ণময় সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কম্বোডিয়াকে আমরা আমাদের ঘনিষ্ঠ দেশ হিসেবে মনে করি।

রাষ্ট্রপতি বলেন, ভারত ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভারত কম্বোডিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেন, পর্যটন এবং মানুষে-মানুষে সংযোগ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জি-২০-র সভাপতিত্বকালে ভারত বিশ্বের দক্ষিণ অঞ্চলের দেশগুলির উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। তিনি সে দেশের প্রধানমন্ত্রী হুন সেন-এর এ বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক দক্ষিণ শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের প্রসঙ্গ উল্লেখ করেন। গত বছর সফলভাবে আসিয়ান দেশগুলির সভাপতিত্ব সম্পূর্ণ করার বিষয়টিও উল্লেখ করেন।

ভোজসভায় রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ভারত ও কম্বোডিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। মানবসম্পদ এবং ক্ষমতায়নের জন্য ও সামাজিক, অর্থনৈতিক প্রকল্পগুলির ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, ভারত ‘বসুধৈব কুটুম্বকম’ দর্শনে বিশ্বাসী যার অর্থ হল, সমগ্র বিশ্ব এক পরিবার। তিনি আরও বলেন, ভারত ও কম্বোডিয়ার মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি ভবনে আজ কম্বোডিয়ার রাজার উজ্জ্বল উপস্থিতি এ সম্পর্ককে আরও মজবুত করল।

CG/PM/DM/…..31st May, 2023


(Release ID: 1928557) Visitor Counter : 110


Read this release in: English