বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
সেমি-কন্ডাক্টর এবং ডিসপ্লে ফ্যাব গড়ে তোলার জন্য কেন্দ্র যে আবেদনপত্র আহ্বান করেছে সেগুলি ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন-এর পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে
Posted On:
31 MAY 2023 11:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মে, ২০২৩
কেন্দ্রীয় সরকার পরিবর্তিত ‘সেমিকন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ১লা জুন থেকে সেমি-কন্ডাক্টর ফ্যাব এবং ডিসপ্লে ফ্যাব গড়ে তোলার জন্য আবেদন আহ্বান করেছে। ২০২১-এর ডিসেম্বরে ৭৬ হাজার কোটি টাকার এই কর্মসূচির আওতায় দেশজুড়ে সেমি-কন্ডাক্টর এবং ডিসপ্লে তৈরির ব্যবস্থাপনা গড়ে তুলতে উৎসাহ দেওয়া হবে। ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন পুরো কর্মসূচির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
এই কর্মসূচির আওতায় যে কোনও সংস্থা, কনসর্টিয়াম, যৌথ উদ্যোগ, সেমি-কন্ডাক্টর অথবা বিশেষ প্রযুক্তির ডিসপ্লে ফ্যাব গড়ে তুলতে চাইলে মূল প্রকল্পের ৫০ শতাংশ আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হবে। ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ পর্যন্ত ২৬টি আবেদনপত্র জমা পড়েছে যার মধ্যে পাঁচটি অনুমোদন পেয়েছে।
CG/CB/DM/…..31st May, 2023
(Release ID: 1928545)
Visitor Counter : 182