বস্ত্রমন্ত্রক
টিডিএন-৩ প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য
Posted On:
15 MAY 2023 6:09PM by PIB Kolkata
কলকাতা, ১৫ মে, ২০২৩
কাঁচা পাটের ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকরা ১২ মে জুট কমিশনারের দপ্তরে এক বৈঠকে বিভিন্ন প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন। বৈঠকে কেন্দ্রীয় সরকার টিডিএন – ৩ প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য ক্যুইন্টাল প্রতি ৫,০৫০ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩-২৪ মরশুমে এটি কার্যকর হবে। জুট কমিশনার সবধরনের পাট এবং মেস্তা/বিমলির ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে থাকেন।
২০২৩-২৪ মরশুমে দেশ জুড়ে বিভিন্ন প্রজাতির কাঁচা পাট এবং মেস্তা/বিমলির ন্যূনতম সহায়ক মূল্য জানতে এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924445
জুট কমিশনার অফ ইন্ডিয়া ন্যূনতম সহায়ক মূল্যে কাঁচা পাট সংগ্রহের কাজ করে থাকে।
PG/CB/SB
(Release ID: 1924545)
Visitor Counter : 43