পর্যটনমন্ত্রক

শিলিগুড়িতে শনিবার থেকে জি-২০-র পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর দ্বিতীয় সম্মেলন শুরু হবে

Posted On: 30 MAR 2023 9:42PM by PIB Kolkata

দার্জিলিং, ৩০ মার্চ, ২০২৩


জি-২০ গোষ্ঠীর মুখ্য সমন্বায়ক শ্রী হর্ষবর্ধন শ্রীংলা দার্জিলিং-এ এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব লাভ ভারতের পক্ষে অত্যন্ত গর্বের। শিলিগুড়িতে ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে জি-২০-র পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বড় বড় প্রভাবশালী রাষ্ট্রগুলির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে কোভিড পরবর্তী সময়ে পর্যটন শিল্পের পুনরুদ্ধারের নানা পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা হবে।


সংবাদ সম্মেলনে শ্রী শ্রীংলার সঙ্গে কেন্দ্রীয় পর্যটন সচিব শ্রী অরবিন্দ সিং-ও উপস্থিত ছিলেন। মুখ্য সমন্বায়ক জানান, তিনদিনের সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চল সহ ভারতের ঐতিহ্যশালী সাংস্কৃতিক দিক এবং পর্যটনের বিভিন্ন সম্ভাবনা উপস্থাপিত হবে। জি-২০ গোষ্ঠীর ১০টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ছাড়াও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত স্থানীয় ব্যক্তিরা সম্মেলনে যোগ দেবেন। বিদেশি প্রতিনিধিদের দার্জিলিং-এর চা শিল্প, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এবং রোমহর্ষক পর্যটন বা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জন বার্লা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


শ্রী সিং জানান, পর্যটন ক্ষেত্রের মানোন্নয়নের জন্য আগামীদিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সম্মেলনে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় পর্যটন শিল্পের বিভিন্ন উপাদানের পরিচয় ঘটানো হবে। কানাডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, তুরস্ক, ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা ছাড়াও অন্যান্য দেশের বিশেষজ্ঞরা সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় – ‘আন্তর্জাতিক স্তরে পর্যটনের সম্ভাবনাকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় এবং পর্যটন সংক্রান্ত সহজ নিয়মাবলী গঠন’। জি-২০-র পর্যটন সংক্রান্ত গোষ্ঠীর নির্দেশক শ্রীমতী রাধা কাটিয়াল নারাং এবং দার্জিলিং-এর অতিরিক্ত জেলাশাসক শ্রীমতী বহ্নিশিখা দে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

PG/CB/DM



(Release ID: 1912546) Visitor Counter : 180


Read this release in: English