কৃষিমন্ত্রক

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে সুবিধা পাচ্ছে রাজ্যগুলি

Posted On: 14 MAR 2023 6:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই) ২০১৬ সালে খরিফ মরশুমের সময় দেশে চালু করা হয়েছিল। এই প্রকল্প শুরু হওয়ার পর ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এক বা একাধিক মরশুমে এই সুবিধা গ্রহণ করে।

পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড ও গুজরাটের মতো কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নিজস্ব কিছু কারণের জন্য এই প্রকল্প থেকে বেরিয়ে আসে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রচেষ্টায় অন্ধ্রপ্রদেশ পুনরায় ২০২২ সালের খরিফ মরশুমে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয় এবং পাঞ্জাব বাজেট বরাদ্দের কথা ঘোষণা করে। পিএমএফবিওয়াই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য উপলব্ধ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের নিজেদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে।

দাবি অনুযায়ী, অর্থ প্রদান সহ বিভিন্ন কাজের জন্য যে নির্দিষ্ট সময় রয়েছে, তা যথাযথভাবে মেনে চলতে কিছু কিছু রাজ্যের বিলম্ব হয়েছে। রাজ্যগুলির জন্য বরাদ্দ অর্থ সঠিক সময়ে পাওয়া সহ একাধিক কারণ এর জন্য দায়ী।

সংশ্লিষ্ট বিভাগ পিএমএফবিওয়াই – এর প্রয়োগের উপর নিয়মিত নজরদারি বজায় রেখেছে। দাবিদারদের দাবি মেটানোর জন্য সাপ্তাহিক ভিডিও কনফারেন্সের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও, সরাসরি বীমা কোম্পানি ও রাজ্যগুলির সঙ্গে সাক্ষাতের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

২০১৬-১৭ সালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর পর এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩০ শতাংশ। আধার নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। উপভোক্তাদের এই প্রকল্পের বিষয়ে সচেতন করতে সরকারের তরফে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

২০২১ সালের খরিফ মরশুম থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক শস্য বীমা সপ্তাহ/ফসল বীমা সপ্তাহ প্রচারাভিযান পালন করে আসছে। এর প্রচারাভিযানের মূল লক্ষ্য হ’ল – এই যোজনায় কৃষকদের অন্তর্ভুক্তি বাড়ানো ও প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

ফসল বীমা পাঠশালা ও বিভিন্ন গ্রাম ও গ্রাম পঞ্চায়েত স্তরে আয়োজিত হচ্ছে। এছাড়াও, জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে এ সংক্রান্ত নানা খবর, বিজ্ঞাপন, দৃশ্য ও শ্রাব্য মাধ্যমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকার দেশব্যাপী ‘দরজায় শস্য বীমা নীতি’ শীর্ষক মেগা অভিযানের আয়োজন করেছে। ‘মেরি পলিসি মেরে হাত’ অর্থাৎ ‘আমার বীমা আমার হাতে’ নামে এই অভিযানটি থেকে কৃষকরা সরাসরি গ্রাম পঞ্চায়েত ও গ্রাম স্তরে বিশেষ শিবিরের মাধ্যমে বীমার সুবিধা পাচ্ছেন।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন।

 

PG/CB/SB



(Release ID: 1907129) Visitor Counter : 269


Read this release in: English