নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিপন্ন ও বিধবা মহিলাদের ত্রাণ ও পুনর্বাসনকল্পে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৪১টি ‘শক্তি সদন’ গড়ে তোলা হয়েছে


আজ লোকসভায় প্রশ্নোত্তরকালে একথা জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জে ইরানি

Posted On: 16 DEC 2022 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২২

 

কঠিন পরিস্থিতির সম্মুখীন মহিলাদের জন্য ‘স্বধর গৃহ’ এবং পাচার প্রতিরোধী কর্মসূচি ‘উজ্জ্বলা’-কে ‘মিশন শক্তি’র আওতায় একত্রে যুক্ত করে ‘শক্তি সদন’ নামে একটি নতুন কর্মসূচি চালু করা হয়েছে। এটি হল এক সুসংহত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি যাতে বিপন্ন মহিলাদের খাদ্য ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। দরিদ্র মহিলারা অনেক সময়েই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েন এবং অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করেন। এই ধরনের মহিলাদের ত্রাণ ও পুনর্বাসনকল্পেই ‘শক্তি সদন’ কর্মসূচির একটি ধারণা গড়ে ওঠে। পরে, সেটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই প্রকল্প বা কর্মসূচিটি রূপায়ণের ব্যবস্থা করা হয়। এর আওতায় খাদ্য, বস্ত্র, প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করা হয় বিপন্ন মহিলাদের জন্য।

এই কেন্দ্রীয় কর্মসূচিটির আওতায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষ থেকে স্থানীয় তথা আঞ্চলিক প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে একটি তালিকা প্রস্তাবের আকারে পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের কাছে। নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী সেজন্য অর্থ বরাদ্দের ব্যবস্থাও চালু রয়েছে। 

‘মিশন শক্তি’ রূপরেখায় সুস্পষ্টভাবে বলা হয়েছে জাতীয়, রাজ্য তথা জেলা পর্যায়ে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এক বিশেষ কর্মসূচি রূপায়ণের কথা। এর আওতায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে সমস্ত ‘শক্তি সদন’ গড়ে তোলা হয়েছে তার মধ্যে রয়েছে – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এই ধরনের ৪৪১টি ‘শক্তি সদন’ গড়ে তোলা হয়েছে সারা দেশজুড়ে। এগুলির মাধ্যমে বিপন্ন ও বিধবা মহিলাদের কাছে সুস্থ জীবনযাপনের জন্য নানা সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হুগলি, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ‘শক্তি সদন’ গড়ে তোলা হয়েছে। 

আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করেন কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ দপ্তরের মন্ত্রী শ্রীমতী স্মৃতি জে ইরানি।

 

PG/SKD/DM/


(Release ID: 1884503) Visitor Counter : 158
Read this release in: English , Urdu