প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের নতুন বছর উপলক্ষে গুজরাটিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 26 OCT 2022 11:29AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬  অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের নতুন বছর উপলক্ষে গুজরাটিদের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন বছর প্রত্যেকের জীবনে আলোকজ্জ্বল হয়ে উঠুক প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি গুজরাট সর্বদাই সাফল্যের নতুন শিখরে পৌঁছাক এই কামনাও করেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“સૌ ગુજરાતીઓને નવા વર્ષની અંતઃકરણપૂર્વકની શુભેચ્છાઓ…!!

આજથી શરૂ થતુ નવું વર્ષ આપના જીવનને પ્રકાશમય કરી પ્રગતિના પંથે દોરી જાય….નવા સંકલ્પો, નવી પ્રેરણાઓ તથા નવા લક્ષ્યો સાથે ગુજરાત હરહંમેશ સિદ્ધિના ઉચ્ચ  સોપાનો સર કરે તેવી અભિલાષા સાથે નૂતન વર્ષાભિનંદન..."।

 

PG/PM/NS


(Release ID: 1870945)