সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রাক মাধ্যমিক ও মাধ্যমিক পরবর্তী বৃত্তি
Posted On:
26 JUL 2022 4:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২২
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক নিম্নলিখিত প্রকল্পগুলি কার্যকর করছে
১. তপশীলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য মাধ্যমিক পরবর্তী বৃত্তি (পিএমএস)
২. তপশীলি জাতিভুক্ত ও অন্যান্য পড়ুয়াদের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি
৩. ভাইব্র্যান্ট ইন্ডিয়া প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী যুবা সাফল্য বৃত্তি পুরস্কার, পিএম যশস্বী (প্রাক মাধ্যমিক বৃত্তি) ওবিসি/ইবিসি-দের জন্য
৪. ভাইব্র্যান্ট ইন্ডিয়া প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী যুবা সাফল্য বৃত্তি পুরস্কার, পিএম যশস্বী (মাধ্যমিক পরবর্তী) ওবিসি/ইবিসি-দের জন্য
৫. প্রাক মাধ্যমিক ও মাধ্যমিক পরবর্তী বৃত্তি দিব্যাঙ্গ পড়ুয়াদের জন্য
তপশীলি জাতিভুক্ত ও অন্যান্যদের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি প্রকল্পের আওতায় রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ ও মঞ্জুর করা হয়েছে।
কেন্দ্রীয় পোর্টালে বিভিন্ন রাজ্যগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী পিএমএসএসসি বৃত্তির জন্য ২০২১-২২ সালে ৩২ লক্ষ ২৮ হাজার ৫২৯ জন পুরুষ, ৩১ লক্ষ ৭৩ হাজার ১৯ জন মহিলা ও ১৯৩ জন অন্যান্য আবেদন করেছিলেন। এর মধ্যে বৃত্তি পেয়েছেন ২০ লক্ষ ৯৭ হাজার ৬৭৯ জন পুরুষ, ২১ লক্ষ ৫৬ হাজার ৫৫ জন মহিলা ও ১৫২ জন অন্যান্য। ২০২১-২২ বর্ষে প্রাক মাধ্যমিক স্তরে ৪ হাজার ৩১ জন তপশীলি জাতিভুক্ত পড়ুয়া ও ১ হাজার ৩৭০ জন তপশীলি উপজাতিভুক্ত পড়ুয়া বৃত্তি পেয়েছেন। অন্যদিকে মাধ্যমিক পরবর্তী স্তরে ৩ হাজার ৬৩ জন তপশীলি জাতিভুক্ত পড়ুয়া এবং ৯৫৮ জন তপশীলি উপজাতিভুক্ত পড়ুয়া তাদের বৃত্তি পেয়েছেন। ২০২২-২৩ সালে এই বৃত্তির প্রকল্পের জন্য ৫ হাজার ৬৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ২০২২-২৩ অর্থবর্ষে ৩১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পের জন্য ১ হাজার ২২১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। মাধ্যমিক পরর্বতী বৃত্তি প্রকল্পে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ২৩.৭১ কোটি টাকা।
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রী শ্রী এ নারায়ণ স্বামী লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে আজ এই তথ্য জানান।
PG/PM/NS
(Release ID: 1845079)
Visitor Counter : 142