অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি অনুদান বাবদ ৭,১৮৩.৪২ কোটি টাকা দেওয়া হয়েছে

Posted On: 06 JUL 2022 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ জুলাই, ২০২২

২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে পঞ্চদশ অর্থ কমিশন রাজস্ব ঘাটতি বাবদ মোট ১৩,৫৮৭ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে সবথেকে বেশী অর্থ—  ১,১৩২ কোটি ২৫ লক্ষ টাকা। এর ফলে এ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজস্ব ঘাটতি বাবদ মোট ৪,৫২৯ কোটি টাকা পেল। কমিশন আসামকে মোট ৪,৮৯০ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছে। চতুর্থ কিস্তিতে এই রাজ্য ৪০৭ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছে। ত্রিপুরাকে ৪,৪২৩ কোটি টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। চতুর্থ কিস্তিতে সে রাজ্য ৩৬৮ কোটি ৫৮ লক্ষ টাকা পেয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় দপ্তর ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি অনুদান বাবদ ৭,১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা দিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজস্ব মূল্যায়ন ও ব্যয়ের মধ্যে ফারাক অনুসারে এই অনুদান দেওয়া হল। অর্থ কমিশন ২০২২-২৩ অর্থবর্ষে ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ অনুদানের মোট পরিমাণ ৮৬,২০১ কোটি টাকা দেওয়ার জন্য সুপারিশ করেছে। জুলাই মাসে চতুর্থ কিস্তির টাকা দেওয়ার ফলে রাজস্ব ঘাটতি বাবদ অনুদানের মোট পরিমাণ ২৮,৭৩৩ কোটি ৬৭ লক্ষ টাকা।

২০২০-২১ থেকে ২০২৫-২৬ সময়কালে পঞ্চদশ অর্থ কমিশন রাজস্বের মূল্যায়ন এবং রাজ্যের ব্যয়ের মধ্যে ফারাক অনুযায়ী অর্থ হস্তান্তরের পরিমাণ নির্ধারণ করে।সংবিধানের ২৭৫ অনুচ্ছেদ অনুযায়ী  যে রাজ্যগুলি চতুর্থ কিস্তিবাবদ টাকা পেয়েছে সেগুলি হল – পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, এবং উত্তরাখণ্ড।

PG/CB/DM


(Release ID: 1840039) Visitor Counter : 191