পরিবেশওঅরণ্যমন্ত্রক

ভারতীয় প্রাণী বিদ্যা সর্বেক্ষণ পয়লা জুলাই কলকাতায় ১০৭তম জেডএসআই দিবস পালন করবে, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

Posted On: 28 JUN 2022 6:48PM by PIB Kolkata

কলকাতা, ২৮ জুন, ২০২২

 

ভারতীয় প্রাণী বিদ্যা সর্বেক্ষণ পয়লা জুলাই কলকাতায় ১০৭তম জেডএসআই দিবস পালন করবে, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী চৌবে এবং মন্ত্রকের সচিব শ্রীমতী লীনা নন্দন। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, ডঃ ধৃতি ব্যানার্জী। এবারের জেডএসআই দিবসের মূল ভাবনা জীবনধারা বা ফ্লো অফ লাইফ।

 

বাংলাদেশ ও মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গেও জেডএসআই কাজ করার স্বপ্ন দেখছে। ডঃ ধৃতি ব্যানার্জী বলেন, সেনাবাহিনী ও ভারত সরকারের আধা-সামরিক সংস্থার সাহায্যে এ ধরনের কাজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে জেডএসআই।

অ্যানিমাল ডিসকভারি ও প্ল্যান্ট ডিসকভারি ২০২১-এর সংস্করণও ১০৭তম জেডএসআই দিবসে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী ই কে জানকী প্রাণী পুরস্কার প্রদান করবেন তিন জন প্রাণী বিজ্ঞানীকে। এছাড়াও, মন্ত্রী বেশ কয়েকটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করবেন।

ডঃ ব্যানার্জী লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি উত্থাপন করেন। জাতীয় স্তরেও জেডএসআই ২৫টি মউ স্বাক্ষর করেছে বলে তিনি জানান। ১০৭তম স্থাপনা দিবসে জেডএসআই এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে মউ স্বাক্ষরিত হবে। ভবিষ্যতে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ ধরনের চুক্তি স্বাক্ষর করতে জেডএসআই উদগ্রীব বলে তিনি জানান।
                                 

SSS/PM/SB



(Release ID: 1837678) Visitor Counter : 103


Read this release in: English