কয়লামন্ত্রক
ভারতের কয়লা ক্ষেত্র আমূল সংস্কারের পথে এগিয়ে চলেছে- শ্রী প্রহ্লাদ যোশী
प्रविष्टि तिथि:
17 JUN 2022 4:38PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ জুন, ২০২২
দেশে ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে কয়লা মন্ত্রক কয়লার উৎপাদন আরও বাড়াতে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। শ্রী যোশী ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রকের গত ৮ বছরে গুরুত্বপূর্ণ সাফল্য ও সংস্কারমূলক পদক্ষেপ সম্পর্কিত বিবরণী প্রকাশ করে বলেন, দেশে কয়লা উৎপাদন ও তার সরবরাহ বাড়াতে একাধিক আমূল সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কয়লা ক্ষেত্রে নীতিগত পরিবর্তন আনতে বিভিন্ন সময় যে মূল্যবান পরামর্শ ও দিশা-নির্দেশ দিয়েছেন সে কথাও তিনি স্মরণ করেন। শ্রী যোশী আরও বলেন, কয়লা ক্ষেত্রের সাফল্যগুলি অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও প্রেরণাদায়ক হতে পারে।
এই উপলক্ষ্যে মন্ত্রকের সচিব ডঃ অনিল কুমার জৈন বলেন, দেশে কোকিং কয়লার উৎপাদন দ্বিগুণ করতে সর্বাত্মক প্রয়াস নেওয়া হচ্ছে। দ্রুত চাহিদা বৃদ্ধির পাশাপাশি মন্ত্রক ন্যায্য মূল্যে কয়লার যোগান অব্যাহত রাখতেও একাধিক পদক্ষেপ নিয়েছে। অর্থ ব্যবস্থার বিকাশে গতি সঞ্চারে কয়লা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রী জৈন উল্লেখ করেন। এই অনুষ্ঠানে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং রাষ্ট্রায়্ত্ত্ব কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডাইরেক্টর উপস্থিত ছিলেন।
PG/BD/NS
(रिलीज़ आईडी: 1834869)
आगंतुक पटल : 199