স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্য ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 08 JUN 2022 4:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জুন, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন, উন্নত ও উদ্ভাবনী বায়োমেডিকেল সরঞ্জাম ও প্রযুক্তির উন্নতিসাধনে এবং এইচআইভি, যক্ষ্মা, কোভিড-১৯ ও উদীয়মান সংক্রামক ও অবহেলিত রোগের চিকিৎসা এবং নির্মূলে সাহায্য করতে ভারতের জৈব প্রযুক্তি দপ্তর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই)-এর সাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে। 
 
এই সমঝোতাপত্র স্বাক্ষরে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা পরিকাঠামো ক্ষেত্রে  ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।
 
 
CG/SS/SKD


(Release ID: 1832505) Visitor Counter : 82