সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী নীতিন গড়করি মহারাষ্ট্রের আকোলার ২০টি অমৃত সরোবর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন

Posted On: 28 MAY 2022 3:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২২

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি মহারাষ্ট্রের আকোলার ২০টি অমৃত সরোবর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই ২০টি সরোবর ১ হাজার ২শো৭৬ টিসিএম জল ধারণ করতে সক্ষম।

আকোলার ডঃ পাঞ্জাব রাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠ পরিসরে এই সরোবরগুলি খনন করা হয়েছে। ওয়ানি, রম্ভাপুর এবং বাবুলগাঁও-এ বিদ্যাপীঠের পরিসরে সরোবরগুলি শ্রী গড়করি ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী বিলাস ভালে।  

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, ২০২৩-এর ১৫ই আগস্টের মধ্যে দেশ জুড়ে ৫০ হাজার অমৃত সরোবর সংস্কার এবং খনন করা হবে। এর ফলে জল সংরক্ষণের চিত্র বদলে যাবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলায় ন্যূনতম ৭৫টি অমৃত সরোবর সংস্কার বা খননের উদ্যোগ নেওয়া হয়েছে।   

এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গড়করি জানান, মহারাষ্ট্রে গুলধানা ধাঁচে জলাশয়গুলিকে খনন করা হচ্ছে। এর আওতায় এ বছরের মধ্যে ৫০০টি জলাশয়, ২৭০টি কৃষিকাজে ব্যবহৃত পুকুর খনন করা হবে। এর ফলে নিখরচায় রাজ্যে ৩৪ হাজার টিসিএম অতিরিক্ত জল ধারণ করা সম্ভব হবে। মন্ত্রী জানান, অমৃত সরোবর প্রকল্পে আকোলার ডঃ পাঞ্জাব রাও দেশমুখ কৃষি বিদ্যাপিঠের ক্যাম্পাস এবং মহারাষ্ট্র পশু ও মৎস্যপালন  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৩৪টি সরোবরের সংস্কার করা হবে। এইসব সরোবরগুলির মোট জল ধারণ ক্ষমতা হবে ২ হাজার ৪৬৮ টিসিএম। গুলধানা ধাঁচে জল সংরক্ষণের সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সরোবরগুলি থেকে যে পলি সংগ্রহ করা হচ্ছে তা অমরাবতী-আকোলা ৫৩ নম্বর জাতীয় সড়কের সংস্কারের কাজে ব্যবহার করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৩৪টি সরোবর ডঃ পাঞ্জাব রাও দেশমুখ কৃষি বিদ্যাপিঠ এবং মহারাষ্ট্র পশু ও মৎস্যপালন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খনন করা হচ্ছে। ইতিমধ্যেই ২০টি সরোবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে, নয়টির কাজ চলছে। খুব শীঘ্রই পাঁচটি সরোবরের খনন কাজ শুরু হবে।

শ্রী গড়করি জানান, এই অঞ্চলে ১৫০ হেক্টর জমি সেচের আওতায় ছিল। জলাশয়গুলি খননের পর বর্তমানে ৬৬৩ হেক্টর জমিতে সেচের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ৩৪টি সরোবর নির্মাণের কাজ শেষ হলে তা বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৬৮ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এর ফলে এই অঞ্চলে বর্তমানে খরিফ শস্য চাষ করা সম্ভব হলেও ভবিষ্যতে আরও একটি শস্য চাষ করা যাবে।   

শ্রী গড়করি জানান, প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তর ১৬ একর জমিতে একটি পুকুর খনন করেছে। এর ফলে ৩০০ টিসিএম জল সঞ্চয় করা সম্ভব হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলের সঙ্কট দূর হয়েছে। পুকুরগুলি এমনভাবে খনন করা হচ্ছে যার ফলে এখানে মাছ চাষ করা সম্ভব হয়। গত বছর ডঃ পাঞ্জাব রাও দেশমুখ বিদ্যাপিঠ দুটি পুকুরকে লিজ দিয়েছিল এবং এবাবদ ৮ লক্ষ টাকা আয় করে। তিনি জানান, এই মডেলটি কার্যকর হলে ১৮টি গ্রাম উপকৃত হবে।

মন্ত্রী বলেন, অমৃত সরোবর প্রকল্প খরাপ্রবণ অঞ্চলগুলিতে খনন করা উচিৎ। এর ফলে দেশের ৭১টি কৃষি বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। তিনি বিভিন্ন রাজ্যের ও কেন্দ্রীয় মন্ত্রীদের ডঃ পাঞ্জাব রাও দেশমুখ বিশ্ববিদ্যালয়ের অমৃত সরোবর প্রকল্পটি ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

 

CG/CB/DM/


(Release ID: 1829065) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Marathi , Hindi