স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় স্বাস্থ্য মেলা

Posted On: 01 APR 2022 5:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২২
 
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক চলতি বছরের ১৮ থেকে ২২শে এপ্রিল ব্লক-স্তরে স্বাস্থ্য মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। দেশের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে একদিনের জন্য এই মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই স্বাস্থ্য মেলায় অত্যাবশ্যক ওষুধ এবং ডায়াগনস্টিক পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি মেলার জন্য জাতীয় স্বাস্থ্য মিশন থেকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এজন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রস্তাব পাঠাতে হবে। 
 
রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ, খাদ্য দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, আয়ুষ দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তর, সংস্কৃতি দপ্তর, তথ্য ও সম্প্রচার দপ্তর, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান ও নগরোন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এই ব্লক স্তরের স্বাস্থ্য মেলাগুলি সংগঠিত হবে। 
 
২০১৮-১৯ আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে ব্লক স্তরে স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য ২ কোটি ৯১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এছাড়া জনসমাবেশে স্বাস্থ্য মেলা শিবিরের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় পশ্চিমবঙ্গকে ২০১৮-১৯ সালে ৬ হাজার, ২০১৯-২০ সালে ২১ হাজার এবং ২০২০-২১ সালে ৭১ লক্ষ ৬৩ হাজার টাকা দেওয়া হয়েছে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/AS/


(Release ID: 1812680) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Manipuri