প্রতিরক্ষামন্ত্রক

‘স্পর্শ’ প্ল্যাটফর্মে ২০২১-২২ অর্থবর্ষে ১১,৬০০ কোটি টাকার বেশি পেনশন প্রদান

Posted On: 01 APR 2022 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২২
 
অবসরপ্রাপ্ত পাঁচ লক্ষের বেশি পেনশন প্রাপক প্রতিরক্ষা কর্মী পেনশন অ্যাডমিনিস্ট্রেশন – রক্ষা (স্পর্শ) ব্যবস্থায় যুক্ত হয়েছেন। এই ব্যবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন প্রদান ব্যবস্থায় উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে।
 
ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সশস্ত্র বাহিনীর পেনশন প্রাপকদের জন্য ‘স্পর্শ’ ব্যবস্থা কার্যকর করেছে। এই ব্যবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত অসামরিক ব্যক্তিরাও পেনশনের সুযোগ পাচ্ছেন। সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংগঠনগুলিকে পর্যায়ক্রমে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। ২০২১-এর আগস্টে ভারতীয় সেনাবাহিনীকে প্রথমবার ‘স্পর্শ’ ব্যবস্থায় নিয়ে আসা হয়।
 
‘স্পর্শ’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েব-ভিত্তিক প্রতিরক্ষা পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেনশনের অর্থ জমা পড়ে। এই ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে পেনশন প্রদান ব্যবস্থায় লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে। ২০২১-২২ অর্থবর্ষে ‘স্পর্শ’ প্ল্যাটফর্মের মাধ্যমে ১১ হাজার ৬০০ কোটি টাকার বেশি পেনশন মেটানো হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেনশন প্রদানের পরিমাণ ছিল মাত্র ৫৭ কোটি টাকা। সদ্যসমাপ্ত মার্চ মাসে ‘স্পর্শ’ প্ল্যাটফর্মের একাধিক ব্যবস্থার মানোন্নয়ন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক গত ফেব্রুয়ারি মাসে কমন সার্ভিস সেন্টারের ই-গভর্ন্যান্স পরিষেবার সঙ্গে একটি মউ স্বাক্ষর করে। স্বাক্ষরিত মউ অনুযায়ী সারা দেশে ৪ লক্ষের বেশি কমন সার্ভিস সেন্টারে ‘স্পর্শ’ পরিষেবার সুবিধা পাওয়া যাচ্ছে।
 
প্রতিরক্ষা হিসাব নিরীক্ষণ দপ্তর প্রধান এজেন্সি হিসেবে ‘স্পর্শ’ ব্যবস্থা রূপায়ণ করছে। প্রতিরক্ষা ক্ষেত্রের পেনশন প্রাপকদের বাড়ির দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। এছাড়াও, এই ব্যবস্থার সাহায্যে পেনশন প্রাপকরা তাঁদের অভিযোগ এবং দায়ের হওয়া অভিযোগের অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্য পাচ্ছেন। নিম্নলিখিত ওয়েবসাইট মারফৎ ‘স্পর্শ’ পোর্টালটি খোলা যাবে। 
 
https://sparsh.defencepension.gov.in/
 
CG/BD/DM/


(Release ID: 1812674) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi