জাহাজচলাচলমন্ত্রক

'অ্যাক্ট ইস্ট পলিসি'-র অধীনে প্রকল্প

Posted On: 29 MAR 2022 4:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ, ২০২২
 
'অ্যাক্ট ইস্ট পলিসি'-র উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে প্রতিবেশী দেশের সাথে উন্নত সংযোগের ব্যবস্থা  করা। অ্যাক্ট ইস্ট পলিসি উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে একটি যোগাযোগের সুযোগ প্রদান করে। সেইসঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলির সংযোগের ক্ষেত্রে সাহায্য করে। এসব ক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে।
 
কেন্দ্রীয় সরকার ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। যা উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় জলপথের অভ্যন্তরীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করবে।
কেন্দ্রীয় সরকার এযাবত নিম্নলিখিত প্রকল্পগুলি অনুমোদন করেছে।
 
১) জাতীয় জলপথ-২
ব্রহ্মপুত্র নদীর ধুবড়ি-সাদিয়া সম্প্রসারণ প্রকল্প।
ব্যয় বরাদ্দের পরিমাণ- ৪৬১ কোটি টাকা।
 
২) জাতীয় জলপথ-১৬
বরাক নদী এবং ভারত-বাংলাদেশ প্রটোকল রুট।
ব্যয় বরাদ্দের পরিমাণ-১৪৫ কোটি টাকা।
এর পাশাপাশি সেন্ট্রাল সেক্টর স্কিম থেকে আন্তঃ জলপথ পরিবহনের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আসামে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দের পরিমান যথাক্রমে ৬.০৭,৬.৩৭,১০.৯৭ এবং ১৩.৭০ কোটি টাকা।
মনিপুরের জন্য বরাদ্দের পরিমাণ যথাক্রমে-৭.৮৮,০.৪০, ২৫.৫৮ কোটি টাকা।
মিজোরামের জন্য বরাদ্দের পরিমাণ যথাক্রমে- ০.৫৭ ও ২২.৯৩ কোটি টাকা।
ত্রিপুরার জন্য বরাদ্দের পরিমাণ- ২৪.৮৩ কোটি টাকা।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB


(Release ID: 1811223) Visitor Counter : 412


Read this release in: Manipuri , English