জলশক্তি মন্ত্রক
পানীয় জলে আর্সেনিক এবং ফ্লোরাইডের দূষণ
Posted On:
28 MAR 2022 2:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ মার্চ, ২০২২
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে পানীয় জলে অনুমোদিত সীমার বাইরে আর্সেনিক ও ফ্লোরাইডের দূষণ কতটা ঘটেছে সেব্যাপারে রিপোর্ট পেশ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক এই বিবরণ প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে পর্যাপ্ত পরিমাণে এবং নির্ধারিত মানের পানীয় জল সরবরাহের জন্য রাজ্যগুলির সাথে একত্রিত ভাবে কেন্দ্রীয় সরকার ২০১৯ সাল থেকে জল জীবন মিশন বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর উদ্দেশ্য প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় সরকার যখন এ জন্য তহবিল বরাদ্দ করে তখন রাসায়নিক দূষণ দ্বারা প্রভাবিত অঞ্চলে বসবাসকারীদের জন্য ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।
জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে নল বাহিত জল সংযোগের জন্য পরিকল্পনা গ্রহণের সময় গুণমান সম্পন্ন এলাকাগুলির বাসস্থান গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রতিটি পরিবারকে তাঁদের পানীয় এবং রান্নার জলের প্রয়োজনীয়তা মেটাতে মাথাপিছু ৮-১০ লিটার জল সরবরাহ করা হয়। অনুমোদিত সীমার বাইরে আর্সেনিক দূষণের রিপোর্টসহ ১,৬৫৭ টি গ্রামীণ বাসস্থানের মধ্যে পানীয় জল সরবরাহের জন্য ৫২১ টি বাসস্থানে কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্লান্টস, সি ডাবলু পিপি স্থাপন করা হয়েছে। এরকমভাবে অনুমোদিত সীমার বাইরে ফ্লোরাইড দূষণ রয়েছে এরকম ৯০৮ টি বাসস্থানের মধ্যে ৪৩৩ টি বাসস্থানে পানীয় জল সরবরাহের জন্য সি ডব্লিউ পিপি স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল জানিয়েছে যে, "ভারতে আর্সেনিকোসিস শনাক্তকরণ, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা" এবং "ফ্লুরোসিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় প্রোগ্রাম" এর সংশোধিত প্রযুক্তিগত নির্দেশিকা জারি করা হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1810801)
Visitor Counter : 1532