প্রতিরক্ষামন্ত্রক
সর্বাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন
Posted On:
25 MAR 2022 2:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২২
কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে নীতিগত কিছু উদ্যোগ নিয়েছে। দেশীয় নকশা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সংস্কার নিয়ে আসা হয়েছে। অন্যান্য বিষয়গুলির সাথে রয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া বা ডিফারেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর-২০২০। এর মাধ্যমে আঠারোটি প্রধান প্রতিরক্ষা প্ল্যাটফর্মের কথা ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ২০৯ টি আইটেমের বিশেষ ইতিবাচক দেশীয় তালিকা প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং- এর মাধ্যমে মোট ২৮৯১ টি আইটেমের বিশেষ তালিকা গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি, শিল্প লাইসেন্স প্রক্রিয়ার সরলীকরণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং শিল্পোদ্যোগ গুলিকে উৎসাহ প্রদান করা হয়েছে। ভারতীয় শিল্পক্ষেত্র গুলির জন্য সৃজন নামে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার অত্যাধুনিক প্রতিরক্ষা পণ্যের দেশীয় উৎপাদন এবং বিভিন্ন দেশ থেকে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের জন্য বেশ কয়েকটি নীতি গ্রহণ করেছে।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1810111)