যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
একাদশ টেলিকম লিডারশিপ ফোরামে সি-ডট’কে ভয়েস অ্যান্ড ডেটা এক্সেলেন্স পুরস্কার দেওয়া হয়েছে
Posted On:
24 MAR 2022 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২২
‘ভয়েস অ্যান্ড ডেটা’ আয়োজিত একাদশ টেলিকম লিডারশিপ ফোরামে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের টেলিযোগাযোগ দপ্তরের গবেষণা ও উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (সি-ডট), ভয়েস অ্যান্ড ডেটা এক্সেলেন্স পুরস্কার পেয়েছে। এবারের ফোরামের মূল ভাবনা ছিল ‘এরা অফ কনভার্জেন্স’। সি-ডট কমন সার্ভিস প্ল্যাটফর্ম (সিসিএসপি) উদ্ভাবন করার জন্য এই পুরস্কার পেয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই কমন সার্ভিস প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় টেলিযোগাযোগ সংস্থাগুলির শীর্ষ স্থানীয় কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় ক্যাপেক্স ও ওপেক্স প্রযুক্তি ব্যবহার করে তথ্যের আদান-প্রদান করা হয়। ক্যাপেক্স ও ওপেক্স ব্যবহার করে যে সমস্যাগুলি হয়, সিসিএসপি – সিডিওটি ব্যবহার করলে সেই সমস্যা হয় না। ইন্টারনেট ব্যবস্থাপনায় সিসিএসপি প্রযুক্তি প্রয়োগে শহরাঞ্চলে বিভিন কাজ করা যায়। স্মার্ট সিটিগুলি ‘মেশিন টু মেশিন’ এবং ‘ইন্টার অফ থিংস’ প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। স্মার্ট সিটি মিশন স্থিতিশীল শহরাঞ্চলীয় ব্যবস্থাপনার জন্য সি-ডট – এর কমন সার্ভিস প্ল্যাটফর্ম সিসিএসপি ব্যবহার করে নাগরিকদের দৈনন্দিন জীবনে বিভিন্ন চাহিদা পূরণ করে। এর মধ্যে রয়েছে – মেধা-ভিত্তিক পরিবহণ ব্যবস্থাপনা, স্মার্ট পার্কিং, স্মার্ট সিটি লাইটিং এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। সি-ডট – এর এক্সিকিউটিভ ডায়রেক্টর ড রাজকুমার উপাধ্যায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত সিসিএসটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তরুণ ও ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
CG/CB/SB
(Release ID: 1809322)
Visitor Counter : 171