বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সূর্যের জ্যোতির্বলয় থেকে বিপুল পরিমাণ পদার্থ বের হয়ে যাওয়ার বিষয়ে একটি সহজ ছবি প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে সৌর মুকুটের অভ্যন্তরে যা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়
प्रविष्टि तिथि:
11 MAR 2022 4:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২২
সৌর মুকুটের থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হওয়ার ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা একটি নতুন তথ্যের সন্ধান পেয়েছেন যার সাহায্যে সূর্যের সবথেকে বাইরের স্তরে ঘটে যাওয়া বিভিন্ন মহাজাগতিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। সূর্যের জ্যোতির্বলয়ে থেকে বিপুল পরিমাণ পদার্থ বেরিয়ে গিয়ে শক্তির একটি বিরাট মেঘপুঞ্জ তৈরি করে। প্লাজমা অবস্থায় থাকা এই পদার্থ নিঃসরণের ফলে মহাকাশে বেতার ও চৌম্বকীয় তরঙ্গের বিঘ্ন ঘটে যার ফল পৃথিবীতেও অনুভূত হয়। সৌর মুকুটে ক্রমাগত পরিবর্তনের ফলে পৃথিবীর কাছাকাছি অঞ্চলের মহাকাশের আবহাওয়ার পরিবর্তন সূচীত হয়। জ্যোতির্বলয় থেকে নিঃসৃত পদার্থকে শনাক্ত করে সূর্য থেকে তা নিঃসরণের কারণ নির্ধারণ করা বিজ্ঞানীদের কাছে এতদিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
সূর্যের বহিঃস্তর যাকে করোনা বলা হয়, সেই স্তরের ঘনত্ব সূর্যের কেন্দ্র থেকে বাইরের দিকে যত এগোনো যায়, তত হ্রাস পায়। বিজ্ঞানীরা এই করোনার প্রাবল্য চিহ্নিত করে পরিবেশে করোনা থেকে নিঃসৃত প্লাজমা কণার ঘনত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। নৈনিতালে আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস-এর অধ্যাপক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডঃ ভৈরব পন্থ ও শ্রী রীতেশ প্যাটেল এবং ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রো-ফিজিক্স-এর শ্রী শতাব্দ মজুমদার করোনার এই পরিবর্তন সম্পর্কে গবেষণা চালিয়েছেন। তাঁরা ‘সিম্পল রেডিয়াল গ্র্যাডিয়েন্ট ফিল্টার’ নামে একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। একটি সহজ ছবি প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে সূর্যের বাইরের স্তরে করোনার পরিবর্তন সম্পর্কে একটি ধারণা স্পষ্ট হয়ে ওঠে। এক্ষেত্রে একটি আকর্ষণীয় বিষয় হল বৈজ্ঞানিক বিশ্লেষণের সময় বিপুল ছবি সংগ্রহ করে সেগুলি পরীক্ষানিরীক্ষা করতে এই পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
CG/CB/DM/
(रिलीज़ आईडी: 1805248)
आगंतुक पटल : 255