পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

শূন্য কার্বন নিঃসরণ

Posted On: 07 FEB 2022 5:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২
 
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘ পরিকাঠামো সম্মেলন (ইউএনএফসিসিসি)-এর কিয়োটো প্রোটোকল এবং প্যারিস চুক্তির আওতায় বর্তমান আইন অনুসারে ভারত কার্বন নিঃসরণ বা নির্গমন কমাতে পরবর্তী ৫ বছরের জন্য কোনো লক্ষ্য নির্ধারণ করতে বাধ্য নয়। প্যারিস চুক্তির আওতায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের জন্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলিকে দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত ২০১৫ সাল থেকে ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি)-তে যোগাযোগ রক্ষা করে চলেছে। ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম নয়, এমন জ্বালানি শক্তি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনকি ২০৩০ সালের মধ্যে ২.৫ থেকে ৩ বিলিয়ন টন কার্বনডাই অক্সাইড (ইকিউ) শোষণের জন্য অতিরিক্ত গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। 
 
সম্প্রতি ব্রিটেনের গ্লাসগোয় অনুষ্ঠিত কনফারেন্স অফ দ্য পার্টিস (সিওপি২৬)-এর ২৬ তম অধিবেশনে ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছে। সিওপি২৬-এ সামগ্রিক পদ্ধতির অঙ্গ হিসেবে ভারত নিজের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। উন্নত দেশগুলিকে বর্তমান দশকে কার্বন নিঃসরণ দ্রুত হ্রাস করার জন্য এগিয়ে আসতে হবে। ভারত জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। অভ্যন্তরীণভাবে জলবায়ু পরিবর্তনকে দৃঢ়ভাবে মোকাবিলা করার পাশাপাশি ভারত আন্তর্জাতিক সৌর জোট এবং কোয়ালিশন ফর ডিজাসস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই)-এর মতো আন্তর্জাতিক উদ্যোগ তৈরিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। 
 
লোকসভায় আজ একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
 
CG/SS/SKD/

(Release ID: 1796344) Visitor Counter : 182
Read this release in: English