পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

যানবাহন সংক্রান্ত জ্বালানি দৃষ্টিভঙ্গী ও নীতি ২০২৫

Posted On: 07 FEB 2022 3:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২
 
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন যে, সরকার শক্তি ক্ষেত্রে সুরক্ষা বৃদ্ধির জন্য এবং সুস্থায়ী শক্তি ব্যবহারে দক্ষতা উন্নতির লক্ষ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। বিকল্প জ্বালানির বিষয়ে প্রচার, তেল ও গ্যাসের উৎপাদন বৃদ্ধি, শক্তি ক্ষেত্রে চাহিদা সৃষ্টি, তৈল শোধনাগার প্রক্রিয়ার উন্নতি, জ্বালানির দক্ষতা বিষয়ে নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ ইত্যাদি বিষয়গুলি এর মধ্যে রয়েছে। সরকার একাধিক উদ্দেশ্য নিয়ে জৈব জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে প্রচার চালাচ্ছে। এর জন্য জৈব জ্বালানি ২০১৮-এর জাতীয় নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমদানি নির্ভরতা হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ভালো পারিশ্রমিক প্রদান, পরিবেশ দূষণ হ্রাস ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। 
 
অভ্যন্তরীণ তেল ও গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন দীর্ঘমেদায়ী ও স্বল্পমেদায়ী নীতির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় তেল উৎপাদনকারী সংস্থাগুলিকে স্বাধীনতা প্রদান এবং ইলেক্ট্রনিক সিঙ্গেল উইন্ডো মেকানিজম সহ অনুমোদন প্রক্রিয়াগুলিকে সুগম করার মাধ্যমে বৃহত্তর বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণ প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। যানবাহন সংক্রান্ত জ্বালানি দৃষ্টিভঙ্গী ও নীতি ২০২৫-এর সুপারিশ অনুযায়ী ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে বিএস-IV নিয়ম কার্যকর করা হয়ে। সরকার ২০২০ সালের এপ্রিল থেকে বিএস-VI নিয়ম কার্যকর করেছে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1796336) Visitor Counter : 133


Read this release in: English , Tamil