বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র - রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কিত সমন্বয় বৈঠকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, রাজ্যস্তরীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি প্রণয়ন তথা কেন্দ্র-রাজ্য যোগসূত্র নিবিড় করার সম্ভাবনা নিয়ে আলোচনা

Posted On: 22 DEC 2021 3:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
 
প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলা, রাজ্যগুলির সঙ্গে যোগসূত্র আরও নিবিড় করা এবং রাজ্যস্তরীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি প্রণয়নের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর পন্থা-পদ্ধতি নিয়ে রাজ্যগুলির প্রতিনিধি ও নোডাল আধিকারিকদের সঙ্গে কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠকে আলোচনা হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পূর্বে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের প্রস্তুতি বৈঠক আয়োজিত হয়। ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজিত এই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রবীণ উপদেষ্টা ডঃ অখিলেশ গুপ্তা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য, অগ্রাধিকারের বিষয় এবং চ্যালেঞ্জগুলি সম্পর্কে আধিকারিকদের অবহিত করে তাঁদের মতামত ও পরামর্শ আহ্বান করেন। রাজ্যস্তরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনুকূল পরিবেশ গড়ে তুলতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর রাজ্যগুলির সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন নীতি প্রণয়ন নিয়ে কথা বলেছে। ডঃ গুপ্তা এই বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের বর্তমান যোগসূত্র নিয়ে কথা বলেন এবং এই সহযোগিতাকে আরও বাড়ানোর উপর জোর দেন। তিনি আরও বলেন, রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতার যে ঘাটতি রয়েছে, তা দূর করতে যোগসূত্র ও সমন্বয় আরও নিবিড় করার কথা বলেন। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের ভবিষ্যৎ সমন্বয় আরও বাড়াতে তিনি সংশ্লিষ্ট সবপক্ষের মতামত আহ্বান করেন। 
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের নীতি প্রণেতারা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির খতিয়ান পেশ করেন। বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর ও রাজ্যস্তরীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের মধ্যে সহযোগিতাকে আরও নিবিড় করতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিমত প্রকাশ করেন। এ ব্যাপারে তাঁরা অতিরিক্ত তহবিল সংস্থান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং রাজ্যস্তরীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদগুলির মানোন্নয়নে দক্ষ মানবসম্পদ যোগানের প্রসঙ্গও উত্থাপন করেন। 
 
 
CG/BD/SB

(Release ID: 1784444) Visitor Counter : 124


Read this release in: English , Hindi