প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জিআরএসই পঞ্চম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তৈরি করছে

Posted On: 21 DEC 2021 5:05PM by PIB Kolkata
কলকাতা,  ২১ ডিসেম্বর, ২০২১
 
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন এবং যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য অর্জনের জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) আজ পঞ্চম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট-এর নির্মাণ শুরু করেছে। উল্লেখ্য, জিআরএসই-র এই ধরণের ৮টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তৈরির কথা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই জাহাজগুলি তৈরি করছে জিআরএসই। 
 
এদিন এই যুদ্ধ জাহাজ নির্মাণের সূচনায় ভার্চুয়াল মাধ্যমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা অধিগ্রহণ বিভাগের মহানির্দেশক শ্রী ভি এল কান্থা রাও। এছাড়াও ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ এবং নৌ সেনা ঘাঁটির প্রধান কার্যালয়ের অন্যান্য শীর্ষ আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। জিআরএসই-এর কার্যনির্বাহী অধিকর্তা তথা চেয়ারম্যান ভি কে সাকসেনা সহ জিআরএসই-র কলকাতা ইউনিটের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 
 
জিআরএসই প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধ জাহাজগুলির নির্মাণের বরাত পেয়েছে। শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে এই জাহাজ নির্মাণের কাজ শুরু হয় এদিন। এই যুদ্ধ জাহাজটি ৭৫০ টন ভার বহনে সক্ষম। স্বল্প ওজনের টর্পেডো, ক্ষেপণাস্ত্র এবং কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে সর্বাধিক ২৫ নটিমাইল গতিতে ছুটতে পারে এই জলযান। 
 
অনুষ্ঠানে শ্রী ভি এল কান্থা রাও জানান, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি এই জাহাজ নির্মাণ সংস্থার কর্মদক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করেন। শ্রী ভি কে সাকসেনা জানান, জিআরএসই ভারতীয় নৌ বাহিনীকে ৭০টি জাহাজ সরবরাহ করেছে। আরও ১৫টি জাহাজ নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। শ্রী সাকসেনা জিআরএসই-এর এই মাইলফলক অর্জনের জন্য সাধুবাদ জানান।
 
ভারতীয় নৌবাহিনীর জন্য ৮টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট নির্মাণ ছাড়াও জিআরএসই বর্তমানে দেশীয় জাহাজ নির্মাণের কাজ করছে। এর মধ্যে রয়েছে ১৭এ প্রকল্পের আওতায় তিনটি অত্যাধুনিক ফ্রিগেট, চারটি বড় ধরণের নজরদারি জাহাজ এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জন্য একটি দ্রুততম টহলদারি জাহাজ। জাহাজ রপ্তানি ক্ষেত্রের ওপর বিশেষ জোর দিয়ে জিআরএসই গুয়ানা এবং বাংলাদেশ সরকারের জন্য জাহাজ নির্মাণের কাজ শুরু করেছে।
 
CG/SS/SKD/

(Release ID: 1784049) Visitor Counter : 137


Read this release in: English