কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ইউএনডাব্লুউএফপি)-এর সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর

Posted On: 21 DEC 2021 5:02PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ ডিসেম্বর, ২০২১
 
রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অংশগ্রহণকারী দেশ হিসেবে মৌলিক ‘মৌলিক চুক্তির’ ওপর ভিত্তি করে ২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংস্থার একটি সমঝো পত্র স্বাক্ষরিত হয়। এই সমঝোতা পত্র অনুযায়ী ২০১৯-২০২৩ সাল পর্যন্ত কৌশলগত পরিকল্পনাকারী দেশ (সিএসপি) হিসেবে পারস্পরিকভাবে সাহায্যের বিষয়ে উভয়ে সম্মত হয়েছে। ইউএনডাব্লুউএফপি-এর তহবিল সুরক্ষিত রাখা, অন্যান্য সরকার, বহু পাক্ষিক সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহ সহ সম্পদের ঘাটতি পূরণের দায়িত্ব রয়েছে।
 
কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কৌশলগত পরিকল্পনাকারী দেশ হিসেবে ২০১৯-২০২৩ সালের মধ্যে প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করার পাশাপাশি ইউএনডাব্লুউএফপি-এর কান্ট্রি অফিসের খরচের ব্যয়ভার বহনের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রক এবং নীতি আয়োগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কান্ট্রি প্রোগ্রাম অ্যাডভাইজরি কমিটি (সিপিএসি) গঠন করা হয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য সংক্রান্ত দেশের অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধার্থে একটি জাতীয় নির্দেশক পরিকাঠামো তৈরি করেছে। খাদ্যের যোগান, পুষ্টি ক্ষেত্রে উন্নতি এবং সুস্থায়ী কৃষি বিষয়ের ওপর ৮টি লক্ষ্য স্থির করা হয়েছে। এই সমঝোতা পত্রের  আওতায় ইউএনডাব্লুউএফপি-এর থেকে ভারত বিশ্ব পর্যায়ের অভিজ্ঞতা সঞ্চয় এবং প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
 
CG/SS/SKD/


(Release ID: 1784046) Visitor Counter : 115


Read this release in: English