নারীওশিশুবিকাশমন্ত্রক
সি-বক্সে অভিযোগ দায়ের
Posted On:
17 DEC 2021 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২১
কর্মক্ষেত্রে মহিলারা যাতে যৌন হেনস্থার শিকার না হন তার জন্য ২০১৩ সালে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ ও এ সংক্রান্ত অভিযোগ আইন বলবৎ হয়। এর ফলে সব ধরণের মহিলারা সরকারি, বেসরকারি, সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্র- যেখানেই তাঁরা কাজ করুন না কেন সেখানে কোনো ধরণের হেনস্থার শিকার হলে অভিযোগ দায়ের করতে পারবেন। এই আইন অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার মহিলাদের হেনস্থা সংক্রান্ত অভিযোগগুলি নিষ্পত্তি করবে এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলির সংরক্ষণ করবে। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের জন্য এ কাজে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ কেন্দ্র করবে আর রাজ্য সরকারগুলি নিজ নিজ প্রতিষ্ঠানে এ বাবদ অর্থ বরাদ্দ করবে।
কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক মহিলাদের অভিযোগ দায়ের করতে একটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেক্ট্রনিক বক্স বা সি-বক্স’এ সহজেই নির্যাতিতারা অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ পৌঁছে যাবে। এরপর এই অভিযোগগুলি নিষ্পত্তির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য ওই পোর্টালে পাওয়া যাবে। মহিলারা যাতে কর্মক্ষেত্রে সুন্দর কাজের পরিবেশ পান সেটি নিশ্চিত করতে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরকে মন্ত্রক মাঝে মাঝেই এ সংক্রান্ত নানা পরামর্শ পাঠিয়ে থাকে।
এ পর্যন্ত সি-বক্স’এ পশ্চিমবঙ্গ থেকে ১৯টি, ত্রিপুরা থেকে ১টি এবং আসাম থেকে ৪টি অভিযোগ জমা পরেছে। তবে এই অভিযোগগুলির এখনও নিষ্পত্তি হয়নি।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী।
CG/CB/NS
(Release ID: 1782878)
Visitor Counter : 150