কয়লামন্ত্রক

ভারত গ্লোবাল মিথেন ইনিশিয়েটিভ স্টিয়ারিং লিডারশিপ বৈঠকের সভাপতিত্ব করেছে

Posted On: 10 DEC 2021 4:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ই ডিসেম্বর, ২০২১

 

গ্লোবাল মিথেন ইনিশিয়েটিভ (জিএমআই) –এর স্টিয়ারিং লিডারশিপ বৈঠক ভার্চুয়ালী আয়োজন করা হয়। ভার্চুয়ালী আয়োজিত এই বৈঠকে ভাইস চেয়ারম্যান হিসেবে কয়লা মন্ত্রকের সচিব শ্রী ভি কে তিওয়ারী বৈঠকের পৌরোহিত্য করেন।  পরিবেশে মিথেন গ্যাস নিঃসরণ হলে গ্রীণ হাউসের সমস্যা বাড়বে। মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের থেকে ২৫ থেকে ২৮ গুণ বেশি।

জিএমআই একটি স্বেচ্ছাসেবী সরকারী  উদ্যোগ । আন্তর্জাতিক এই সংগঠনে  মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সহ ৪৫টি দেশ রয়েছে। মানুষের দৈনন্দিন জীবন যাত্রার  কারণে বাতাসে মিথেনের নিঃসরণ হয়ে থাকে। এই ফোরামে নানা দেশ মিথেন নিঃসরণ হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে। ২০০৪ সালে ফোরাম যখন তৈরি হয়, সেই সময় থেকেই ভারতের এর সদস্য । আর এখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত  স্টিয়ারিং লিডারশিপে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এই সংস্থায় স্টিয়ারিং লিডারশিপের সভাপতি কানাডা। পরবর্তী বৈঠকের আগে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। পরিবেশে মিথেন গ্যাসের পরিমাণ কমানোর জন্য ভারত যে সব পদক্ষেপ নিয়েছে, সেগুলি ফোরামে আলোচনা করা হয়েছে। এই উদ্যোগগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রশংসা করেছে।  

CG/CB/SFS 



(Release ID: 1780422) Visitor Counter : 167


Read this release in: English , Hindi , Marathi